নয়াদিল্লি: রাহুল গাঁধীকে চিঠি দিয়ে কংগ্রেস থেকে ইস্তফা সজ্জন কুমারের। ১৯৮৪-র শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত ও যাবজ্জীবন কারাবাসের সাজা হওয়ার পরদিনই দল ছাড়লেন সজ্জন। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। গতকাল দিল্লি হাইকোর্ট ৩৪ বছর আগের ভয়াবহ দাঙ্গার মামলায় জড়িত থাকায় তাঁর সাজা ঘোষণা করে।
৩১ ডিসেম্বরের মধ্য সজ্জনকে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্টের বেঞ্চ। এই রায়কে তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে সাজা ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই দলীয় সভাপতিকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে মাননীয় দিল্লি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে অবিলম্বে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।
রাহুলকে চিঠি, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা শিখ দাঙ্গা মামলায় সাজাপ্রাপ্ত সজ্জন কুমারের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2018 01:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -