মুম্বই: কোভিডকালে বন্ধ রয়েছে সিনেমামহল। আনলক পর্যায়ে বেশ কয়েকটি রাজ্যে সাময়িকভাবে খুলেছিল প্রেক্ষাগৃহ। যদিও মহারাষ্ট্রে সে সুযোগ হয়নি। কোভিডের প্রথম ঢেউ থেকেই মহারাষ্ট্রে করোনার বাড়বাড়ন্ত ছিলই। এবার সিনেমাহল বন্ধ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমির খান। করোনা মহামারীর কারণে, মহারাষ্ট্র এবং দেশের সব রাজ্যে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। 


বলিউড এবং এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সমস্ত ক্ষেত্রই অত্যন্ত চিন্তিত। যত তাড়াতাড়ি সম্ভব প্রেক্ষাগৃহগুলি খোলার জন্য অপেক্ষা করছেন সকলেই। এমন পরিস্থিতিতে আমির খানও মঙ্গলবার প্রেক্ষাগৃহ বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে একটি ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচারে সাংবাদিকদের জানান সিনেমা হল খোলার বিষয়ে কথা বলা এত সহজ নয়। 


উল্লেখ্য, ওই ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান। তিনি বলেন যে প্রেক্ষাগৃহগুলি তখনই খোলা যাবে যখন কোভিড পরিস্থিতির উন্নতি হবে। অভিনেতা আশাবাদী যে ভবিষ্যতে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে। আমির খান বলেন যে আরও বেশি লোককে টিকা দেওয়ার পরই পরিস্থিতির উন্নতি সম্ভব। আমিরের কথায়, 'বর্তমান পরিস্থিতিতে কিছু ছবি অবশ্যই ওটিটিতে মুক্তি পাচ্ছে। কিন্তু সিনেমা হল বন্ধ হওয়ার ব্যাপারে আমিও চিন্তিত। আমি আশা করি অদূর ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে।'


আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা' গত বছর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার পরিস্থিতির কারণে ছবিটি মুক্তি পায়নি। এখন এটি ডিসেম্বরে রিলিজ করানোর পরিকল্পনা করা হয়েছে। আমির খানের পাশাপাশি কিয়ারা আদভানিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি তার আসন্ন ছবি 'শের শাহ' এর আগাম মুক্তি সম্পর্কে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনুষ্ঠানে। 


এদিকে, কোভিড বিধি আরও শিথিল করল মহারাষ্ট্র সরকার। রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁ। তবে ৫০ শতাংশ আসন পূরণ রাখা যাবে। দিন দুয়েক আগেই রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে একটি বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হোটেল, রেস্তোরাঁ ও মলের ক্ষেত্রে কোভিড বিধি শিথিল করা নিয়ে সিদ্ধান্ত নিতে সেই বৈঠক হয়। তার পরই আজ এই খবর প্রকাশ্যে আসে।