নয়াদিল্লি: NEET MDS 2021-এর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঠিক করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি(MCC)। বুধবারই অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। মঙ্গলবার কাউন্সেলিংয়ের সময় সম্পর্কে সুপ্রিমকোর্টকে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ অগাস্ট NEET MDS 2021-এর কাউন্সেলিং শুরু হবে। এই বিষয়ে বিশদে জানতে mcc.nic.in-এ লগ ইন করুন। নির্দিষ্ট দিনে প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্টার করতে হবে। প্রথম ধাপের কাউন্সেলিং চলবে ২০-২৪ অগাস্ট। এরমধ্যেই ফিলিং/লকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের।প্রথম ধাপের আসন বণ্টন প্রক্রিয়া ২৬-১৬ অগাস্ট পর্যন্ত চলবে।এই বিষয়ে যাবতীয় ফল প্রকাশিত হবে ২৭ অগাস্ট। একবার আসন বণ্টন প্রক্রিয়া হয়ে গেলে নির্ধারিত কলেজে ২৮-১ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।


পরবর্তীকালে NEET MDS 2021-এর দ্বিতীয় কাউন্সেলিং শুরু হবে ৬ সেপ্টেম্বর। যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।এ ক্ষেত্রে আবেদনকারীদের ফিলিং বা লকিং সেশনের জন্য তিনদিন সময় দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের। দ্বিতীয় ধাপের আসন বণ্টন প্রক্রিয়া শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। ১২ তারিখের মধ্যেই তা শেষ হবে।NEET MDS 2021-এর দ্বিতীয় কাউন্সেলিংয়ের ফল ঘোষণা করা হবে সেপ্টেম্বরের ১৩ তারিখ। একবার আসন বণ্টন সম্পন্ন হলে আবেদনকারীদের তাদের নির্দিষ্ট কলেজে ১৪ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে।


সম্প্রতি NEET MDS 2021-এর কাউন্সেলিংয়ের তারিখ নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যেখানে এক আবেদনকারী বলেন, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়। ৩১ ডিসেম্বর পরীক্ষার ফল ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীকালে বহুদিন কেটে গেলেও এ নিয়ে কোনও আপডেট দেয়নি সরকার। কবে NEET MDS 2021-এর কাউন্সেলিং শুরু হবে তা এখনও পরীক্ষার্থীদের কাছে পরিষ্কার নয়। এরপরই মঙ্গলবারই এই নিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে বিস্তারিত জানায় কেন্দ্রীয় সরকার।


ছাত্র ভর্তির নতুন নিয়ম অনুসারে, এবার থেকে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইকোনমিক্যাল উইকার সেকশন বা (EWS)-দের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা বলেছে সরকার। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ও ডেন্টাল কোর্সের ক্ষেত্রে শুরু হবে এই নিয়ম।


Education Loan Information:

Calculate Education Loan EMI