মুম্বই: একই সঙ্গে বড়পর্দা এবং ছোটপর্দায় কাজ এবং দুটিতেই চূড়ান্ত সফল এভারগ্রিন অনিল কপূর। কিন্তু দুজায়গায় সমানভাবে সফলতা বজায় রাখা খুবই কঠিন, জানিয়েছেন অনিল কপূর স্বয়ং। তবে এবিষয় তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কাজের স্টাইলের দিকেই লক্ষ্য রাখেন। অনিল জানিয়েছেন, তাঁর জীবনের অনুপ্রেরণা আমির খান।
আমির খানই এখনও পর্যন্ত একসঙ্গে সফলভাবে বড় এবং ছোটপর্দা দুজায়গাতেই কাজ করেছেন। অনিল কপূরও সফল। তবে তিনি তাঁর চেয়ে বয়সে ছোট আমিরকেই এবিষয়ে তাঁর আদর্শ নেতার আসনে বসিয়েছেন। ছোটপর্দায় অনিল কপূরের শো ‘২৪’ প্রথম সিজনে যথেষ্ট সফল। এর দ্বিতীয় সিজনের ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন অনিল।
২০১৩ সালে মার্কিন টিভি সিরিজের গল্প নিয়ে তৈরি হয়েছিল, ‘২৪’। ছোটপর্দায় এর জনপ্রিয়তা কারও অজানা নয়। তবে দ্বিতীয় সিজনের জন্যে আরও অনেক পরিশ্রম করছেন অনিল। ‘২৪’ টিভি সিরিজে এটিএস প্রধান জয় সিংহ রাঠৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন টিস্কা চোপড়া, মন্দিরা বেদী, শাবানা আজমি, অনুপম খের। এই সিজনে অভিনয় করার কথা সাক্ষী তনোয়ার, সিকান্দার খের এবং সুরভিন চাওলার।
আমির আমার জীবনের অনুপ্রেরণা:অনিল কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 06:38 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -