দঙ্গলের প্রিমিয়ার উপলক্ষ্যে চিনে আমির খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2017 06:59 PM (IST)
বেজিং: তাঁর ব্লকবাস্টার ছবি দঙ্গলের প্রিমিয়ার উপলক্ষ্যে চিনে পা রাখলেন আমির খান। বেজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। আমির চিনে জনপ্রিয় নাম, বিশেষ করে পিকে মুক্তির পর। এ দেশে ৪,০০০-এর বেশি পর্দায় মুক্তি পায় ছবিটি, রোজগার করে ১০০ কোটিরও বেশি টাকা। দঙ্গল ভারতীয় বাজারে ৩৮৫ কোটি টাকার মত রোজগার করেছে, আশা করা হচ্ছে, চিনের বাজারেও সফল হবে ছবিটি। ২১ তারিখ পর্যন্ত চিনে থাকবেন আমির খান। বেজিং সফরের পর তিনি যাবেন সাংহাই ও চেংদুতে।