বলিউডে নাম লেখাচ্ছেন ক্রিকেটার আন্দ্রে রাসেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2017 04:24 PM (IST)
মুম্বই: ডয়েন ব্র্যাভোর পথে হেঁটে এবার বলিউডে পা রাখতে চলেছেন আর এক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। তিনিও বার করতে চলেছেন গানের অ্যালবাম। অ্যালবামটি বার করছে লস অ্যাঞ্জেলসের জেমিনিমিউজিক কোম্পানি। এই সংস্থাই এ বছর জাস্টিন বিবারের সরি অ্যালবাম বার করেছে। ২৮ বছরের রাসেল জানিয়েছেন, এবার তিনি কেরিয়ারের মোড় ঘোরাতে চান পারফর্মিং আর্টসের দিকে। তাঁর প্রথম আন্তর্জাতিক মিউজিক ভিডিওর মূল ফোকাস থাকবে ভারত। এ বছরই বার হবে সেটি। তারপর সম্ভবত তিনি বলিউডে পা রাখবেন। ভেনাস এন্টারটেনমেন্ট কর্প নামে যে সংস্থা ডয়েন ব্র্যাভোকে বলিউডে এনেছে ও তাঁর অ্যালবাম চ্যাম্পিয়ন বার করেছে, তারা রাসেলকেও সই করিয়েছে ইতিমধ্যেই।