মুম্বই: আমির খানের ‘দঙ্গল’-এ মুগ্ধ বলিউডের প্রশংসা শেষ হচ্ছ না। এবার আমির ভক্তদের তালিকায় নাম লেখালেন ঋষি কপূরও। ‘দঙ্গল’ দেখে আমিরকে বলিউডের সর্বকালের সেরা শোম্যানের সঙ্গে তুলনা করেছেন তিনি। নির্দ্বিধায় বলেছেন, আমিরই নতুন রাজ কপূর।

আমিরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে রাজ কপূরের ছেলে টুইটারে লিখেছেন,


তুলনায় আপ্লুত আমির জবাব দিয়েছেন টুইটারে


২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ইতিমধ্যেই পেরিয়ে গেছে ২০০ কোটির গণ্ডি। মনে করা হচ্ছে, ৩০০ কোটির ক্লাবে এই স্পোর্টস ড্রামা অনায়াসে নাম লেখাবে।