মুম্বই: জনস্রোত। অনুরাগীদের উন্মাদনা। মোবাইল ক্যামেরার ক্লিক। কখনও সেলফি, কখনও আবার দূর থেকেই প্রিয় তারকার একঝলক মুঠোফোনে বন্দি করার চেষ্টা। কেউ আবার মাস্ক না পরা আমিরের কোলেই তুলে দিলেন একরত্তি বাচ্চাকে!
এরকম ছবিই ধরা পড়ল তুরস্কয়, আমির খানকে ঘিরে।মাস্ক নেই সুপারস্টারের। মুখোশের আড়াল নেই অনুরাগীদেরও। খোলামেলা আবহাওয়া, হাসি, হুল্লোড়। ঠিক যেমনটা দেখা যেত করোনা-কালের আগে।




গত সপ্তাহেই বিনোদন দুনিয়ার খবরের শিরোনামে উঠে আসে আমির খানের নাম। কারণ করোনা আবহের মধ্যেই শ্যুটিং করতে তুরস্ক চলে গিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে যেখানে বাড়ি থেকে বেরোতেই সকলে চিন্তিত, সেখানে বিশাল টিম নিয়ে লোকেশনে চলে গেছেন বলিউডে মিস্টার পারফেকশনিস্ট।

আমিরের ফ্যান ক্লাব পেজগুলি তাঁর তুরস্কে পাড়ি দেওয়ার ছবি পোস্ট করে। দেখা যায়, কাঁচা পাকা চুলের নায়কের মুখে হাসি, হাতে মস্ত বালিশ। এরপরই আরও কিছু ছবি ভাইরাল হয়, যাতে দেখা গিয়েছে, আমিরকে ঘিরে অনুরাগীদের বাঁধনহারা উল্লাস। কোথায় সামাজিক দূরত্ব? মাস্কই বা কোথায়? করোনা বিধির তোয়াক্কা না করেই চলছে সুপারস্টার-বন্দনা। ফ্যানেদের উন্মাদনা।




টম হ্যাঙ্কসের ১৯৯৪ সালের ছবি ফরেস্ট গাম্প-এর রিমেক এই লাল সিং চাড্ডা। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। আমির খান প্রোডাকশনস ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজনা করছে এই ছবি। আমির ছাড়া ছবিতে দেখা যাবে করিনা কপূর ও মোনা সিংহকে।