মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর আজ অবশেষে মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। এই ছবিতে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বিপরীতে অভিনয় করেছেন করিনা কপূর খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোনা সিংহ এবং নাগা চৈতন্য। বি টাউনের একঝাঁক তারকাকে নিয়ে হয়ে গেল 'লাল সিং চাড্ডা' ছবির প্রিমিয়র। সেখানেই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আসতে দেখা গেল আমির খানকে।
'লাল সিং চাড্ডা' প্রিমিয়র-
সম্প্রতি বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, 'লাল সিং চাড্ডা'র প্রিমিয়রে হাজির হয়েছেন আমির খান, করিনা কপূর খান, সেফ আলি খান এবং আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। উল্লেখ্য, কিরণ রাও এই ছবির প্রযোজকও বটে। সাদা টি শার্ট, তার উপর গোলাপি শার্ট ও ডেনিম জিনসে সেজেছিলেন আমির। অন্যদিকে, কিরণ রাওকে দেখা যায় সাদা ও সবুজ রঙের পোশাকে। আমিরের তিন সন্তান জুনেইদ খান, ইরা খানের সঙ্গে দেখা যায় আজাদ রাও খানকে। প্রিমিয়রে প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে দেখা যায় সুস্মিতা সেনকে। সুস্মিতার দুই কন্যা রেনে এবং আলিশাও ছিলেন সেখানে।
আরও পড়ুন - Sonam Kapoor: প্রকাশ্যে এই বলি নায়িকাদের 'আন্ডাররেটেড' বললেন সোনম কপূর!
প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা' মুক্তির আগে এক সাক্ষাৎকারে আমির খান বলেন, 'এই মুহূর্তে আমি মারাত্মক রকমের স্নায়ুচাপে ভুগছি। ৪৮ ঘণ্টা হয়ে গিয়েছে, আমি ঘুমোতে পারিনি। আমি একেবারেই মজা করছি না। এটাই বাস্তবে হয়েছে। আমি ঘুমোতে পারছি না। আমার মস্তিষ্ক জেগে রয়েছে। এই অবস্থায় আমি বই পড়ছি আর অনলাইনে দাবা খেলছি। ১১ অগাস্টের পরই আমি ঘুমোতে পারব। 'লাল সিং চাড্ডা' যতক্ষণ না মুক্তি পাচ্ছে, আমি ঘুমোতে পারব না। আমার মনে হয় অদ্ভেত (পরিচালক অদ্ভেত চন্দন) আর আমি ১১ অগাস্টের পরই শান্তি ঘুমোতে পারব। আর যখন ঘুম ভাঙবে তখন দর্শকদের থেকে জানতে পারব, ছবিটা তাঁদের কেমন লেগেছে। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি। তাঁদের ভালো লাগল নাকি লাগল না, ঘুম থেকে উঠে তা আবিষ্কার করব। আমি আলাদা আলাদা অনেকগুলো সিনেমা হলে গিয়েছি। সেখানে গিয়ে দর্শকদের থেকে প্রতিক্রিয়া নিয়েছি। দর্শকেরা জানতেন না যে, আমি প্রেক্ষাগৃহে উপস্থিত রয়েছি। হতে পারে, দর্শকেরা যদি জানতে পারতেন যে, আমি উপস্থিত আছি, তাহলে হয়তো প্রতিক্রিয়া আলাদা হত। কিন্তু আমি শুধুমাত্র তাঁদের আসল প্রতিক্রিয়াটা জানতে চেয়েছিলাম।' এখন দেখার ছবি দেখে কী প্রতিক্রিয়া দেন দর্শকেরা।