কলকাতা: ফের ক্য়ামেরার সামনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তবে এবার একবারে অন্য গল্পে, অন্যরকম চরিত্রে। নতুন ওয়েব সিরিজের ডাবিং শেষ করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। ঐন্দ্রিলার চোখে মুখে ঝিলিক। আনন্দের। ফেরার।
কেবল ঐন্দ্রিলা নন, এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhury)। ধারাবাহিকের পরে এটিই সব্যসাচীর প্রথম ওয়েব সিরিজ। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে সামনেই মুক্তি পাবে এই সিরিজ। সেই সিরিজেরই ডাবিং শেষ করলেন ঐন্দ্রিলা। সিরিজের নাম 'ভাগাড়'।
এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh)। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। 'ভাগাড়'-এর হাত ধরেই ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা শর্মাও। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়কে। অগাস্ট মাসের শেষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ।
২০১৮ সালের 'ভাগাড় কাণ্ড'-এর কথা সকল বঙ্গবাসীর জানা। সারা বাংলা কেঁপে ওঠে উদ্ধার হওয়া অজস্র পচা মাংসের ছবি দেখে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ 'ভাগাড়' (Bhagar)।
সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই ভীতু, শিরদাঁড়াহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার একমাত্র স্ত্রী, পুষ্প। তাঁর মতে পৌরুষের বড়ই অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ।
সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু। একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। এর পরের গল্প দেখা যাবে সিরিজে।