মুম্বই:  চিনের স্মার্টফোন সংস্থা ভিভোর এতদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন রণবীর সিংহ। কিন্তু তাঁকে গোল দিয়ে বেরিয়ে গেলেন ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত আমির খান। সোমবার ভিভোর পক্ষ থেকে ঘোষণা করা হয় এখন থেকে তাঁদের ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান।

প্রসঙ্গত, চিনের বাজারে আমিরের ছবি ‘দঙ্গল’, সিক্রেট সুপারস্টার বিশাল সাফল্য পেয়েছে। সেইজন্যেই স্মার্টফোন সংস্থা ভিভোর এই পরিবর্তনের সিদ্ধান্ত। আমিরের সঙ্গে নয়া এই গাঁটছড়া বাঁধতে পেরে খুশি ভিভো ইন্ডিয়াও।

এই সংস্থার হয়ে খুব শীঘ্রই মার্কেটিংয়ের প্রচার করতে দেখা যাবে আমিরকে। এছাড়া বিজ্ঞাপনও করার কথা রয়েছে অভিনেতার।

এদিকে ভিভোর সঙ্গে যোগ হতে পেরে আমিরও খুশি। তাঁর কথায় স্মার্টফোনের দুনিয়ায় নতুন তথ্যপ্রযুক্তি আনার ক্ষেত্রে ভিভোর জুরি মেলা ভার। সেই ব্র্যান্ডের দূত হতে পেরে তিনিও খুশি।