Sushant Singh Rajput: সুশান্ত সিংহের মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক দাবি আমির খানের ভাইয়ের

Faisal Khan: এবার বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়জল খান বিস্ফোরক দাবি তুললেন সুশান্তের মৃত্যু প্রসঙ্গে।

Continues below advertisement

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন দুটো বছর কেটে গিয়েছে। অনুরাগীদের মনে আজও সেই ক্ষত সারেনি। অভিনেতার অনুরাগীরা আজও এই অকালমৃত্যু মেনে নিতে পারেননি। তাই নানা সময়ই সুশান্ত সিংহ রাজপুতের (SSR) অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য নেট দুনিয়ায় দাবি তোলেন তাঁরা। যদিও অভিনেতার মৃত্যুর তদন্ত এখনও চলছে। এর মধ্যে জল গড়িয়েছেও বহুদূর। অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় এক মাস জেলে থাকার পর জামিন পান তিনি। এবার বলিউড সুপারস্টার আমির খানের (Aamir Khan) ভাই ফয়জল খান (Faisal Khan) বিস্ফোরক দাবি তুললেন সুশান্তের মৃত্যু প্রসঙ্গে।

Continues below advertisement

সুশান্ত সিংহ কীভাবে মারা গিয়েছেন? আমির খানের ভাই যা বললেন...

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা আমির খানের ভাই ফয়জল খান দাবি করেন যে সুশান্ত সিংহ রাজপুতকে হত্যা করা হয়েছে। তিনি খুন হয়েছেন। এরইসঙ্গে অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিও তোলেন তিনি। ফয়জল খান বলেন, 'আমি জানি ও (সুশান্ত সিংহ রাজপুত) খুন হয়েছে। যখন এই মামলার সঠিকভাবে তদন্ত হবে, তখন সত্যিটা ঠিক সামনে আসবে। সময়ই এর উত্তর দেবে। এর মধ্যে অনেক এজেন্সি জড়িয়ে রয়েছে। তদন্ত এখনও চলছে জানি। অনেক সময়ই সত্যিটা সামনে আসে না। তবে, আমি প্রার্থনা করি যে সুশান্তের মৃত্যুর সঠিক কারণটা সামনে আসুক আর মানুষ তা জানতে পারুক।'

আরও পড়ুন - Dream Girl 2: আসছে 'ড্রিম গার্ল টু', সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে কোন নায়িকা?

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুশান্ত সিংহ রাজপুতের দিদি প্রিয়ঙ্কা বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর দাবি ছিল অভিনেতার জীবনে রিয়া আসার পর থেকেই খারাপ হতে শুরু করেছিল সুশান্তের সমস্ত পরিস্থিতি। প্রিয়ঙ্কা বলেন, '২০১৯ সাল থেকেই সুশান্তের জীবনে বিভিন্ন সমস্যা আসতে শুরু করেছিল কারণ তখনই সুশান্তের জীবনে রিয়ার প্রবেশ। সেই প্রথম আমার সঙ্গে আমার ভাইয়ের সমস্যা শুরু হয়। এর আগে কখনও সুশান্তের সঙ্গে কোনওরকম সমস্যা হয়নি আমার। মাত্র ছদিনের মধ্যেই যাবতীয় ঘটনা ঘটে যায়। আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে সুশান্তের জীবন নষ্ট করার জন্যই রিয়াকে ওর জীবনে পাঠিয়েছিল।' রিয়াকে সমর্থন করা নিয়ে বিভিন্ন বলি তারকাদের বিরুদ্ধেও মুখ খোলেন প্রিয়ঙ্কা। তাঁর মন্তব্য, বিভিন্ন বড় বড় ব্যাপারে প্রতিক্রিয়া দেন না এমন তারকারাও সুশান্তের মৃত্যুর পরে রিয়াকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। প্রিয়ঙ্কা বলেছেন, 'সুশান্ত কখনও কোনও দলের অন্তর্ভূক্ত ছিল না। নিজেই ভালো কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছিল সুশান্ত। ও কখনও এই পেশাটার ওপর নির্ভরশীল ছিল না। ভালোবাসা থেকে অভিনয় করত সুশান্ত। অন্যান্য কাজে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসত ও। আর সেটাই বলিউডের তথাকথিত বড় বড় মানুষদের চক্ষুশূল হয়ে উঠেছিল।'

Continues below advertisement
Sponsored Links by Taboola