মুম্বই: করোনার তৃতীয় ঢেউ আসার পর থেকে বলিউডে একের পর এক ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণে হয় সিনেমাহল সম্পূর্ণ বন্ধ, আর নাহলে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রয়েছে। আর দেশের বিভিন্ন প্রান্তে নয়া কোভিডবিধি জারি হতেই একাধিক ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। শাহিদ কপূরের 'জার্সি' ছবিটি মুক্তির কথা ছিল গত বছরেই। কিন্তু দিল্লিতে সিনেমাহল বন্ধের ঘোষণার পরই নির্মাতারা ছবির মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। একই কারণে পরিচালক রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'ট্রিপল আর', প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'-এর মুক্তি আটকে গিয়েছে। জল্পনা চলছিল এবার কি তাহলে মুক্তি ফের পিছিয়ে যাবে 'লাল সিংহ চাড্ডা'রও (Lal Singh Chaddha)? অবশেষে ছবির মুক্তি নিয়ে বড় ঘোষণা করা হল আমির খান প্রোডাকশনসের (Aamir Khan Productions) পক্ষ থেকে।


আরও পড়ুন - Dhanush Aishwaryaa Separation: মানুষ হিসেবে কেমন ধনুশ? ফাঁস করলেন রজনীকান্ত


এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে। পোস্টে জানানো হয়েছে, 'সমস্ত জল্পনা উড়িয়ে আগামী ১৪ এপ্রিল বৈশাখীতেই মুক্তি পাবে আমির খান প্রোডাকশনসের আগামী ছবি 'লাল সিং চাড্ডা'। এই ছবি তৈরির জার্নিতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ছবিটি প্রযোজনা করছে ভায়াকম এইট্টিন স্টুডিয়োস এবং আমির খান প্রোডাকশনস। 'লাল সিং চাড্ডা' ছবিটি পরিচালনা করেছেন অদ্ভেত চন্দন। ছবিতে সুর দিয়েছেন প্রীতম। আর ছবির গীতিকার অমিতাভ ভট্টাচার্য।' অর্থাৎ, করোনা পরিস্থিতিতে এই ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার যে জল্পনা শোনা গিয়েছিল, তা নস্যাৎ করে মুক্তির দি নিশ্চিত করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে।<





>


 


'লাল সিং চাড্ডা' ছবিতে অভিনয় করেছেন আমির খান, করিনা কপূর খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যকে। পাশাপাশি ওই একইদিনে মুক্তি পেতে চলেছে 'কেজিএফ টু'। দুটি বিগ বাজেট ছবির মুক্তি একইদিনে হতে চলেছে। এবার মুখোমুখি হতে চলেছেন আমির খান এবং অভিনেতা যশ।