মুম্বই: দুবাইয়ে ব্যবসায়ী অজয় বিজলির জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গেল শাহরুখ খান ও আমির খানকে। তাঁদের পরিচয়ের বয়স ২৫ বছর হয়ে গেলেও এই প্রথম একসঙ্গে নিজেরাই নিজেদের ছবি তুললেন। যাকে বলে সেলফি! এসআরকে-আমির বন্ধুত্ব ও শত্রুতার গল্প সকলেরই জানা। ছবিতেও তাঁদের আচরণে জড়তা স্পষ্ট। তবে ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন শাহরুখ নিজেই। লিখেছেন, ২৫ বছর ধরে পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার পর এই প্রথম তাঁরাই তুললেন নিজেদের ছবি। দু’জনের পোশাকই সাদা। তবে আমির ছিলেন তাঁর 'ঠগস অফ হিন্দুস্থান' লুকে।