গত সোমবার ইনস্টাগ্রাম ও ট্যুইটারে ওই ছবি শেয়ার করেছেন আমির। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে জুনেদ ও রানিকে হাসিখুশি দেখাচ্ছে। ক্যাপশনে আমির লিখেছেন, ‘ও রানিকে কীভাবে এত মুগ্ধ করতে পারল, তা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি..আমি তো কখনও তা পারিনি! শুভ জন্মদিন জুনসি’।
আমির ও রানি ‘তলাশ’, ‘গুলাম’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
জুনেদের বোন ইরা খান তাঁর ভাইয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।