মুম্বই: বলিউড বা যেকোনও ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্যের গ্রাফ কয়েকটি ফর্মুলার ওপর নির্ভর করে চলে। মূলত যে হিট জুটি একবার বক্স অফিসকে সাফল্য এনে দেয়, স্বাভাবিক ভাবেই সেই জুটিকে ফের পুনরায় ব্যবহারের রীতি আছে। কিন্তু টিনসেল টাউনের মিস্টার পারফেকশনিস্ট সেই নীতিতে বিশ্বাস করেন না। আমির খান মূলত যে অভিনেত্রীর সঙ্গে একবার অভিনয় করেন, তাঁকে আর তাঁর পরবর্তী ছবিতে দেখা যায় না। প্রসঙ্গত, ঠিক এই কারণেই অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তিনি আর ছবি করবেন না।
আমিরের সাম্প্রতিক ছবিগুলোতে নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে তাঁর যে নিজস্ব একটি ফর্মুলা রয়েছে সেটা স্পষ্ট লক্ষ্য করা যায়। আমিরের ‘ধুম থ্রি’ ছবির অভিনেত্রী ছিলেন ক্যাট, এরপর ‘পিকে’-র নায়িকা হলেন অনুষ্কা, তারপর ‘দঙ্গল’ ছবির জন্যে তিনি বাছলেন সাক্ষী তানওয়ারকে।
প্রসঙ্গত, ‘থগ অফ হিন্দুস্থান’-এ আমিরের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন অনুষ্কা। কিন্তু ওই ফর্মুলার ওপর নির্ভর করেই অনুষ্কাকে নেননি আমির। আপাতত ওই ছবির জন্যে বানি কপূর বা আলিয়া ভট্টের নাম ভেবেছেন আমির। তবে কাউকেই চূড়ান্ত করা হয়নি।
অনুষ্কা-ক্যাটরিনার সঙ্গে আর কোনওদিনই কাজ করবেন না আমির খান, কেন জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2017 05:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -