ইসলাম গ্রহণ করলে রেহাই! পাকিস্তানে খুনের মামলায় অভিযুক্ত খ্রিস্টানদের 'ব্ল্যাকমেল' সরকারি কৌঁসুলির
Web Desk, ABP Ananda | 30 Mar 2017 03:11 PM (IST)
ইসলামাবাদ: খুনের মামলায় অভিযুক্ত খ্রিস্টানদের ব্ল্যাকমেল করে ধর্ম বদলে চাপ দেওয়ার অভিযোগ পাকিস্তানে! ২০১৫-র ১৫ মার্চ লাহোরের খ্রিস্টানপাড়া ইয়োহানাবাদে ব্যাপক হাঙ্গামা হয়েছিল। দুটি গির্জায় রবিবারের উপাসনার সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে দুজন মুসলিমকে পিটিয়ে খুন করা হয়। সেই মামলায় অভিযুক্ত হন ৪২ জন খ্রিস্টান। তাঁদের আইনি সহায়তা দেওয়া জোসেফ ফ্রান্সি নামে মানবাধিকার কর্মীর দাবি, সরকারি আইনজীবী সঈদ আনিশ শা ওই অভিযুক্তদের বলেছেন, ধর্ম বদলে ইসলাম গ্রহণ করলে তিনি ওদের মামলা থেকে অব্যাহতি পাওয়া সুনিশ্চিত করতে পারেন। এ কথা শুনে স্তম্ভিত হয়ে যান অভিযুক্তরা। আরেক আইনজীবী জানান, সরকারি কৌঁসুলির এহেন ব্ল্যাকমেল নতুন নয়, ৬ মাস আগেও একবার কয়েকজন অভিযুক্তকে তিনি ধর্মবদলের প্রস্তাব দেন, যদিও কেউই তাতে রাজি হননি। কেননা তাঁরা আদালতের নিরপেক্ষতায় বিশ্বাস করেন। কিন্তু কেন সরকারি কৌঁসুলি এমন করবেন? এমন লোকজনকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এরাই সরকারের বদনাম করছে।