আমির কন্যা ইনস্টাগ্রামে শেয়ার করলেন একগুচ্ছ ছবি। সঙ্গে লিখলেন,"যখন আপনার স্টাইলিস্ট শ্যুটে আসেননি, আর আপনি তাঁকে মিস করছেন, তখন এই সব ছবি দিয়ে তাঁকে ভয় দেখানো আর বিরক্ত করা।"
ইরার এইসব ছবি যে স্টাইলিস্ট ছাড়া তোলা, তা বোধ হয় মনে করছেন না নেটিজেনরা। আমির কন্যার ছবি হু হু করে শেয়ার হচ্ছে। প্রশংসায় ভরে যাচ্ছে তাঁর কমেন্টবক্স। নেটিজেনরা ইরার ছবি দেখে "জন্ম থেকে তারকা", "হটেস্ট দিভা", ইত্যাদি মন্তব্য করছেন।
আপাতত থিয়েটার পরিচালনা নিয়ে ব্যস্ত ইরা।