মুম্বই: মিডিয়ার রোশনাই থেকে দূরে থাকতে ভালবাসেন আমির খানের মেয়ে ইরা। কিন্তু যেভাবে তিনি বাবার আগামী ছবি ‘দঙ্গল’ প্রমোট করা শুরু করেছেন, তা নজর কাড়তে বাধ্য।
নিজের টি শার্টে ছবির 'হানিকারক বাপু' গানের প্রথম লাইন লিখে পরেছেন ইরা। তাই করেছেন তাঁর বন্ধুরাও।
এ নিয়ে টুইট করেছেন আমির