মু্ম্বই:  টেলি দুনিয়ায় ঝড় তোলার পর এবার প্রযোজনাতেও ছাপ রাখতে চলেছেন মুকেশ অম্বানি। এরোস এবং একতা কপূরের বালাজিতে বিনিয়োগ করার পর এবার আমির খানের মহাভারত সিরিজের সহ-প্রযোজনা করতে চলেছেন মুকেশ অম্বানি।


তবে এভাবেই পুরোপুরি প্রযোজনা ব্যবসাতেই চলে আসবেন কিনা মুকেশ, সেকথা এখনও নিশ্চিত জানা যায়নি। বর্তমানে তাঁর জিও ভাইকম ১৮-এ বেশ কয়েক শতাংশ শেয়ার রয়েছে। তার মাধ্যমেই তিনি প্রযোজনা ব্যবসায় নিয়োগ করেন। তবে পুরোপুরি ভাবে কবে এই ব্যবসাতেও দেখা যাবে মুকেশকে, সেটা সময়ই বলে দেবে।

এরমধ্যেই জানা গিয়েছে, এই সিরিজটি তৈরি করতে হাজার কোটি বাজেট ধার্য হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে চিত্রনাট্যকার আনা হবে মহাভারতের চিত্রনাট্য লেখার জন্যে। সিরিজের তিন থেকে পাঁচটা অংশ থাকবে, কাজ করবেন একাধিক পরিচালক। এটা আমিরের অন্যতম ড্রিম প্রজেক্ট, এক সাক্ষাতকারে বলেছিলেন আমির।