মুম্বই: মায়ের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার স্বস্তিদায়ক খবর ট্যুইট করে ভক্তদের জানালেন আমির খান। গতকাল তিনি সরকারি ভাবে বিবৃতি দিয়ে নিজের সংস্থার কয়েকজন কর্মীর করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন, জানিয়েছিলেন, তাঁদের কোয়ারান্টিন করা হয়েছে। চিকিত্সার আয়োজন ঠিকঠাক আছে বলে জানিয়ে সেজন্য আমির ধন্যবাদ দিয়েছিলেন বিএমসি-কে, লিখেছিলেন, তাঁর পরিবারের সবাই নেগেটিভ, তবে মা-কে টেস্ট করাতে নিয়ে যাচ্ছেন। ভক্তদের আবেদন করেছিলেন, তাঁর জন্য প্রার্থনা করতে। বুধবার বলিউড অভিনেতা ট্য়ুইট করেন, হ্যালো, প্রত্যেককে জানাই, নিজেকে সবচেয়ে ভারমুক্ত মনে হচ্ছে। আম্মি কোভিড-১৯ নেগেটিভ। আপনাদের সবার ভালবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আমিরের বিবৃতিতে বলা হয়েছিল, সবাইকে জানাই, আমার কয়েকজন কর্মী পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। বিএমসির লোকজন খুব দ্রুততা ও দক্ষতার সঙ্গে তাঁদের চিকিতসা কেন্দ্রে নিয়ে গিয়েছেন। ওদের ভালভাবে খেয়াল রাখায়, আমাদের গোটা সোসাইটিকে জীবাণুমুক্ত করায় বিএমসিকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের বাকি সবার পরীক্ষা হয়েছে, ফল নেগেটিভ। এবার মা-কে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। তালিকায় সবার শেষে আছেন তিনি। অনুগ্রহ করে তিনি যাতেও নেগেটিভ হন, প্রার্থনা করুন। আবারও দ্রুত, পেশাদারি ও সতর্ক নজর রেখে আমাদের সাহায্য করায় ধন্যবাদ দেব বিএমসিকে। অনেক ধন্যবাদ দেব কোকিলাবেন হাসপাতাল ও সেখানকার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের। তাঁরা টেস্টিং প্রক্রিয়া. দারুণ যত্ন, পেশাদারিত্ব দেখিয়েছেন। ঈশ্বর আশীর্বাদ করুন, নিরাপদ থাকুন। ভালবাসা রইল।