মুম্বই: মেয়ে ইরা ২১ বছর পূর্ণ করল। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছোটবেলার একটি ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন অভিনেতা আমির খান। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে আমির লেখেন, তাঁর কাছে ইরা সবসময় ৬ বছরের সেই ছোট্ট মেয়ে হয়েই থাকবে। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল পাণ্ডের বেশে ছিলেন আমির। সেখানে তাঁর লম্বা চুল, হ্যান্ডলবার গোঁফ। পাশে ছোট ইরাকে দেখা যাচ্ছে সালোয়ার কামিজ পরে বাবার পাশে বসে থাকতে।
ছোটবেলার ছবি শেয়ার করে মেয়ে ইরার জন্মদিনে বিশেষ বার্তা আমির খানের
Web Desk, ABP Ananda | 10 May 2019 05:19 PM (IST)