মুম্বই: ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে নিজে অভিনয় না করে শাহরুখ খানকে কাজ করতে বলেছিলেন আমির খান। এই অভিনেতা নিজেই সে কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই ছবির চিত্রনাট্য দুর্দান্ত। আমার চিত্রনাট্য ও শ্রী শর্মার গল্প দারুণ লেগেছে। এটা সত্যি যে আমি শাহরুখকে ফোন করে বলেছিলাম, শাহ, তোমার চিত্রনাট্য শোনা উচিত। এটা খুব ভাল। তোমার যদি ভাল লাগে, তাহলে তোমার জন্য এটা দারুণ হবে। ওর চিত্রনাট্য ভাল লেগেছে এবং ছবিটিতে কাজ করছে। এতে আমি খুব খুশি হয়েছি।’
রাকেশ শর্মার বায়োপিকের নাম ‘সারে জাহাঁ সে আচ্ছা’। ছবিটির পরিচালক মহেশ মাথাই। চিত্রনাট্য লিখেছেন অঞ্জুম রাজাবলী। প্রথমে এই ছবিতে আমির ও প্রিয়ঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল। প্রিয়ঙ্কাই জানান, এই ছবিতে অভিনয় করবেন আমির। কিন্তু পরে শোনা যায়, শাহরুখ ও ভূমি পেডনেকার অভিনয় করবেন। তবে প্রযোজকরা জানিয়েছেন, কারা অভিনয় করবেন, সেটা এখনও ঠিক হয়নি। পরে এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে। আগামী বছর থেকে এই ছবির কাজ শুরু হবে।
আমিই শাহরুখকে রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করতে বলেছিলাম, জানালেন আমির
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2018 07:21 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -