মুম্বই: অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাও পুলিশের দ্বারস্থ হলেন। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের সাইবার সেলে তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ জানিয়েছেন তিনি। আমির-পত্নী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশের কাছে কিরণের অভিযোগ, কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে চ্যাট করছে। ওই ফেসবুক অ্যাকাউন্টে তাঁর ছবিও আপলোড করা হয়েছে বলে কিরণের অভিযোগ।
কিরণের আশঙ্কা, এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁকে বদনাম করারও চেষ্টা করা হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি অসহিষ্ণুতা বিতর্কে কিরণ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েন আমির-পত্নী।
পুলিশ জানিয়েছে, কিরণের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
পুলিশের কাছে অভিযোগ দায়ের আমির-পত্নী কিরণের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2016 03:36 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -