নয়াদিল্লি: চলতি বছরে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ফর্ম  সকলের নজর কেড়েছে। নবম আইপিএল শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বিশ্রামের সুযোগ পেয়েছেন কোহলি।
শুধু ময়দানেই নয়, মাঠের বাইরেও সমান সক্রিয় কোহলি। সুযোগ পেলেই সেবামূলক কাজকর্মে জড়িয়ে পড়েন তিনি। আইপিএল চলাকালেই কোহলি পুনের একটি বৃদ্ধাবাস সফর করে নিজের ম্যাচ ফি-র ৫০ শতাংশ দান করেছেন। তিনি গত শুক্রবার স্মাইল ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে একটি চ্যারিটি ডিনারের আয়োজন করেছিলেন। এছাড়াও শনিবার কোহলি একটি চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশ নিয়েছিলেন। বিরাট কোহলির ফাউন্ডেশনের সঙ্গে এই ম্যাচের আয়োজন করেছিল বলিউড তারকা অভিষেক বচ্চনের প্লেয়িং ফর হিউম্যানিটি। ক্রিকেটার ও বলিউড তারকাদের মধ্যে ওই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
দুটি ইভেন্টই দারুন সফল হয়। এতে দেশের ক্রিকেট ও বলিউড তারকারা যোগ দিয়েছিলেন।
চ্যারিটি ডিনারে ক্রিকেটারদের বেশ খোলামেলা মেজাজে পাওয়া গেল। কোহলি, যুবরাজ ও হার্দিক পান্ডিয়া স্মাইল ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে নাচলেন।




ভারতের সীমিত ওভারের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি গানও গাইলেন। অমিতাভ বচ্চনের সিনেমা ‘কভি কভি’-র ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’ গান যখন ধোনি গাইছিলেন তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন যুবি।