Watch: উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন পরিণীতি-রাঘব, ভাইরাল ভিডিও

Raghav Chadha and Parineeti Chopra: 'ইশকজাদে' অভিনেত্রী নয়াদিল্লি পৌঁছন ২৩ অগাস্ট, যেখানে তাঁর হবু স্বামী রাঘব চড্ডা থাকেন। আজ ২৬ অগাস্ট তাঁরা উজ্জয়িনী পৌঁছন। দর্শন করেন মহাকাল মন্দিরে।

Continues below advertisement

নয়াদিল্লি: শীঘ্রই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চড্ডা (Raghav Chadha)। তার আগে শনিবার, ২৬ অগাস্ট হবু দম্পতির দেখা মিলল মহাকাল মন্দিরে (Mahakal Temple)। শ্রাবণের পবিত্র মাসে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। 

Continues below advertisement

মহাকাল মন্দিরে পুজো দিলেন পরিণীতি-রাঘব

'ইশকজাদে' অভিনেত্রী নয়াদিল্লি পৌঁছন ২৩ অগাস্ট, যেখানে তাঁর হবু স্বামী রাঘব চড্ডা থাকেন। আজ ২৬ অগাস্ট তাঁরা উজ্জয়িনী পৌঁছন। দর্শন করেন মহাকাল মন্দিরে। বিখ্যাত এই মন্দিরের অন্দরে তারকা জুটির  পুজো দেওয়ার ভিডিও হয়েছে ভাইরাল। 

ভিডিওয় দেখা গেল গোলাপী সুতির শাড়ি পরেছেন অভিনেত্রী, ও আপ নেতাকে দেখা গেল ধুতি পরে। প্রধান মন্দিরের মেঝেতে বসে শিবলিঙ্গের সামনে রীতি মেনে পুজো দেন তাঁরা। পুরোহিতদের থেকে চেয়ে নেন আশীর্বাদ। 

 

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই এই জুটি পাড়ি দিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। গুরুদ্বারে প্রার্থনা সারেন তাঁরা, 'সেবা' করেন। স্বর্ণমন্দির থেকে ছবিও পোস্ট করেন তাঁরা। লেখেন, 'এবার আমার দর্শন আরও স্পেশাল ছিল, পাশে ওঁকে নিয়ে।'

সূত্রের খবর, আর মাস খানেকের মধ্যেই চার হাত এক হবে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার। কয়েক মাস আগে দিল্লিতে অভিনেত্রী ও রাজনীতিকের আংটি বদল হয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিয়ের তারিখ ও স্থান ঠিক করে ফেলেছে দুই পরিবার। 

রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব

কোথায় দেখা হয়েছিল রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার? কীভাবে আলাপ তাঁদের? শোনা যায়, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা দেখার সময়, স্টেডিয়ামে। 

আরও পড়ুন: Bollywood: ১৭ বছর পর বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ খান ও অমিতাভ বচ্চন? খবর সূত্রের

একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনও নিশ্চিত কোনও ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাঁদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

Continues below advertisement
Sponsored Links by Taboola