কলকাতা: ফের তিন পুরুষের বিশেষ অভিযান শুরু। আসছে 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan)। নতুন প্রোমোয় প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ। ছবির পরিচালনায় সৌমিক হালদার (Soumik Haldar)।
কবে মুক্তি পাচ্ছে 'আবার বিবাহ অভিযান'?
রবিবারের দুপুরে বাংলা সিনেপ্রেমীদের জন্য সুখবর। ফের তিন দম্পতির গল্প নিয়ে আসছে 'আবার বিবাহ অভিযান'। এবারের অভিযান হবে তাইল্যান্ড (Thailand)।
'বউয়ের চোখ থেকে আড়াল হতে' নাকি এবারের নতুন অভিযান হবে তাইল্যান্ডে। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে ভ্লগ করতে শুরু করেছেন পর্দার 'গণশা'। ভ্লগের প্রথম দিনেই 'তৈল্যান্ড'-এ যাওয়ার কথা শোনাচ্ছেন তিনি। অন্যদিকে অনুপমের তাইল্যান্ডের টিকিট পড়েছে তাঁর স্ত্রীয়ের হাতে। আর রজতের স্ত্রী মায়া ভেঙে পড়েছে কান্নায়, ঠাকুরের আসন থেকে লক্ষ্মীর ভাঁড় উধাও। আর স্ত্রীয়েদের থেকে 'রক্ষা' পেতেই নাকি সকলে চলেছেন তাইল্যান্ডে।
আরও পড়ুন: Sidharth-Kiara: ইনস্টাগ্রামে স্বামী-স্ত্রীর 'পিডিএ', কিয়ারার ছবিতে আদুরে কমেন্ট সিদ্ধার্থের
অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), নুসরত ফারিয়া (Nusraat Faria), সোহিনি সরকারকেই (Sohini Sarkar) ফের দেখা যাবে 'আবার বিবাহ অভিযান' ছবিতে। আগামী ৮ জুন মুক্তি পাবে এই ছবি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'বিবাহ অভিযান' ছবির মতোই এই দ্বিতীয় ভাগের চিত্রনাট্য ও গল্পও রুদ্রনীলের লেখা। সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়। সৌমিক হালদার নিরলসভাবে বাঙালি দর্শককে বেশ কিছু দুর্দান্ত গল্প এবং পরীক্ষামূলক ঘরানায় পৌঁছে দিয়েছেন। তিনিই এই ছবিটি পরিচালনা করছেন। শ্যুটিংয়ের বেশিরভাগই তাইল্যান্ডের বিদেশি লোকেশনে ও আংশিক কলকাতায় হয়েছে। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।
গত নভেম্বর মাসে ছবির গোটা টিম শ্যুটিং সারতে রওনা দেয় তাইল্যান্ডে। যাওয়ার পথে বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সৌরভ দাস। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস' প্রযোজনা সংস্থা। পরিচালক ও প্রযোজনা সংস্থার দাবি, প্রথম ছবির পর দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছিলেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। তাই দ্বিতীয় পর্বের ভাবনা।