কলকাতা: এই ছবির জন্য এর থেকে ভালো গান বোধহয় আর হতে পারে না কিছুই। সাদা কালো থেকে শুরু করে বর্তমান, ফ্রেমে ফ্রেমে ধরা রয়েছে কিংবদন্তির জীবনের বিভিন্ন অংশ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, মানুষের মন ছুঁয়েছে 'অভিযান'। আজ সোশ্যাল মিডিয়ায় 'অভিযান'-এর একমাত্র গান, 'তোমার অসীমে প্রাণ মন লয়ে..'


তোমার অসীমে...


আজ সোশ্যাল মিডিয়ায় 'অভিযান'-এর একমাত্র গানের একটি অংশ পোস্ট করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। লিখেছেন, 'আমার মনে হয়, একমাত্র রবীন্দ্রসঙ্গীতই পারে এমন একজন কিংবদন্তীর জীবনকে বাঁধতে পারে। আর এমন একজন মানুষকে বিদায় দেওয়ার জন্য এর থেকে ভালো গান আর কিছু হতে পারে না।'


আরও পড়ুন: 'আমি চাই মানুষ বলুক, দেবের ৪টে ছবি ৪টে ঘরানার'


সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। এই বাছাই কী পরিচালকের নিজের? পরমব্রতর উত্তর দিলেন, 'নাহ.. এই পছন্দ সৌমিত্র জ্যেঠুর নিজেরই। ওনার ছবির আর কোনও বিষয় নিয়ে বক্তব্য ছিল না, কিন্তু তাঁর অল্প বয়সের চরিত্রটি কে করবেন, সেটা নিয়ে মতামত ছিল। আমি ওনাকে ৩-৪টে নাম বলেছিলাম। তার মধ্যে উনি বললেন, 'এই ছবিতে আমার যুবক বয়সের অভিনয় হয় তুই করবি না হয় যীশু। যদি আমার জীবনদর্শককে ধরতে হয়, তাহলে তুই (পরমব্রত) সবচেয়ে সেরা পছন্দ। আর চেহারার দিক দিয়ে সাদৃশ্য পেতে হলে যীশুকে পছন্দ করব।' যীশুর আগে থেকেই এই ছবিতে অভিনয় করার কথা ছিল, তবে তা অতিথি শিল্পী হিসেবে। হঠাৎই ওকে আমি ফোন করে বলি প্রধান চরিত্রে অভিনয়ের কথা। প্রথমটা বেশ চমকে গিয়েছিল যীশু। তারপর অবশ্য আমাদের দুজনের ডেট পেতে একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে ছবিটা হয়।' 


অভিযান' -এর আরও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরমব্রত বলছেন, 'চার থেকে সাড়ে চার ঘণ্টার বেশি শ্যুটিং করতে পারতেন না সৌমিত্র জ্যেঠু। ওনাকে নিয়ে ছবি বলে উনি একটু বেশি সময় দিতে রাজি ছিলেন। কিন্তু ৪ ঘণ্টার বেশি কাজ ওনার শরীরে সহ্য হত না। ৪ ঘণ্টা হয়ে গেলেই উনি ভুলে যেতেন বা পরিশ্রান্ত বোধ করতেন। তাই ৪ ঘণ্টা কাজের মধ্যে দিয়েই ওনার অংশের শ্যুটিং শেষ করতে হয়েছিল। শ্যুটিং করতে গিয়ে ওনাকে আলাদা করে চেনার সুযোগ হল না।'