মুম্বই: বর্তমানে পুরনো দিনের ছবি দেওয়াটা এখন তারকাদের মধ্যে নয়া ট্রেন্ড হয়েছে। সম্প্রতি ৪১ বছরের অভিনেতা তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের তিন বা চার বছর বয়সের এই ছবিটি দেন। তারসঙ্গে ক্যাপশন দেন #flashbackfriday ছবিতে অভিষেককে জওহর টুপি এবং শেরওয়ানি পরে দেখা যাচ্ছে। দিন কয়েক আগে অভিষেক আকেরটি ছবি শেয়ার করেন, যেদিন তিনি জন্মের পর প্রথম হাসপাতাল থেকে বাড়ি আসেন। পরিবারের বড়দের সঙ্গে নিজের দাদিমার কোলে ছোট্ট অভিষেক