টরন্টো: যে জায়গায় ঐশ্বর্য রাইকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক বচ্চন, ঠিক জায়গা, অর্থাৎ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (টিআইএফএফ) হচ্ছে ‘মনমর্জিয়া’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন। ছবির প্রিমিয়ারে এসে এই কথাটি খোলসা করেন অভিষেক যে, এখানেই তিনি ঐশ্বর্যকে প্রোপোজ করেছিলেন। তিনি বলেন, টরন্টো বরাবরই আমার কাছে প্রিয় জায়গা। গতবারও, আমার ছবির প্রিমিয়ার এখানেই হয়েছিল। আমি এখানেই আমার স্ত্রীকে প্রোপোজ করেছিলাম। ও আমাকে এমন কিছু করতে মানা করেছে, তাই এর চেয়ে বেশি আমি আর কিছু বলব না।
কোথায় তিনি ঐশ্বর্যকে প্রোপোজ করেছিলেন, জানালেন অভিষেক
Web Desk, ABP Ananda | 13 Sep 2018 03:38 PM (IST)