টরন্টো: যে জায়গায় ঐশ্বর্য রাইকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক বচ্চন, ঠিক জায়গা, অর্থাৎ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (টিআইএফএফ) হচ্ছে ‘মনমর্জিয়া’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।
এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন। ছবির প্রিমিয়ারে এসে এই কথাটি খোলসা করেন অভিষেক যে, এখানেই তিনি ঐশ্বর্যকে প্রোপোজ করেছিলেন।
তিনি বলেন, টরন্টো বরাবরই আমার কাছে প্রিয় জায়গা। গতবারও, আমার ছবির প্রিমিয়ার এখানেই হয়েছিল। আমি এখানেই আমার স্ত্রীকে প্রোপোজ করেছিলাম। ও আমাকে এমন কিছু করতে মানা করেছে, তাই এর চেয়ে বেশি আমি আর কিছু বলব না।



বিখ্যাত রয় থমসন হলে উপস্থিত দর্শকদের সঙ্গে ছবির বিষয়বস্তু ও শিল্পীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ জানান, তিনি এই ছবিটি করেছেন, কারণ তিনি যা যা করতে চেয়েছেন, তাই তাঁকে করতে দেওয়া হয়েছে।