মুম্বই: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গেঁয়ো ও অশিক্ষিত বলে বিতর্ক তৈরি করলেন মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম। তিনি বলেছেন, যে ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়ছে তারা মোদীর মত গেঁয়ো, অশিক্ষিতর ব্যাপারে জেনে কী করবে। আজ পর্যন্ত দেশের মানুষ জানে না, প্রধানমন্ত্রীর ডিগ্রি কী। এর থেকে লজ্জার আর কী আছে।

প্রধানমন্ত্রী মোদীর জীবনের ওপর তৈরি হয়েছে চলো জিতে হ্যায় নামে একটি ছবি। তা নিয়েই নিরুপমের এই মন্তব্য।




এর কড়া বিরোধিতা করে বিজেপি বলেছে, রাহুল গাঁধীকে প্রতিষ্ঠিত করার জন্য ম্যাডাম সনিয়ার নজরদারিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষ ওগরাও প্রতিযোগিতা চলছে। আজ সঞ্জয় নিরুপম মণিশঙ্কর আয়ারকে পিছনে ফেলে দিয়েছেন। লড়াই চলছে..।




এর আগেও কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। গুজরাত বিধানসভা ভোটের সময় মণিশঙ্কর আয়ার প্রধানমন্ত্রীকে নীচ আখ্যা দেন।