কলকাতা : প্রয়াত(Tollywood) অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। শোকের ছায়া টলিপাড়ায়। শোকপ্রকাশ করলেন অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী ইন্দ্রাণী হালদার। 


ইন্দ্রাণী বলেন, "কাজ কী আমরা জীবনটাই একসঙ্গে শুরু করেছিলাম। আমার জীবনের প্রথম ছবির পর থেকেই অভিষেকের সঙ্গে কাজ। ওরা তখন অবশ্য সিনেমা করত। আমি তখন টেলিভিশনে। 'জামাইবাবু'-সহ অনেক ছবি, তারপর অনেক শো করা। মিঠু আমার দুঃখের সাথী ছিল। আমার জীবনের দুটি ক্রাইসিসের কথা বলব। তখন আমরা একসঙ্গে শো করতে গিয়েছিলাম বর্ধমানে। অ্যাম্বাসাডর গাড়িতে। আমাদের কোনও দোষ ছিল না। কোনও কারণে আমরা দেরিতে পৌঁছাই। সেখানে একটা গন্ডগোল হয়। কেসও হয়। বর্ধমান থানায় আমাদের নিয়ে যায়। সেখানে এসপি আমাদের সাহায্য করেছিলেন। সেটা একটা বিরাট কেস হয়েছিল। মিঠু আর আমি দুজনে মিলে লড়াই করেছিলাম।" 


আরও পড়ুন ; ফের শোকের ছায়া টলিউডে, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়


অভিনেত্রী আরও বলেন, "আমরা একটা হিন্দি ছবি করছিলাম। 'কুয়াশা'..ছবিটার নাম ছিল । আশিস সেন ছিলেন। ওটাতেও মুম্বইয়ে গিয়ে আমরা দুজনে খুব বিপদে পড়েছিলাম। আমাদের টিকিট দিচ্ছিল না ফেরার। কোনওরকমে আমি আমার কার্ড দিয়ে টিকিট কেটে ফিরে আসি। গত তিন বছর ধরেও সমসময় দেখা হত, কথা হত। আমরা ছবিও করেছি মাঝখানে একটা। সবসময় বলতাম, মিঠু একটু রোগ হয়ে যা। তোর কত সুন্দর চেহারা ছিল আগে। কত জিম করতিস। খেতে ভালবাসত। আমরা সবাই খুব ফুডি। কথা শুনত না একদম। ভীষণ জেদি ছিল। একটা ব্যাপারে মিল ছিল ওর সঙ্গে আমার, ও খুব পুজোপাঠ করত।"


বুধবার রাতে শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তার পর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে বুকে ব্যথা শুরু হয়। কোনও রকমে খেয়েদেয়ে শুয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন তাঁকে নিথর অবস্থায় পান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বয়স হয়েছিল ৫৭ বছর।


পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অভিষেকের। সেই অবস্থাতেই শ্যুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।