ধরমশালা: আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের নিয়মরক্ষার ম্যাচে বেগ দিতে পারে ডেভিড ওয়ার্নারের দল। প্লে অফের দৌড় থেকে এখনও ছিটকে যায়নি পাঞ্জাব। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে দিল্লির থেকে বেশি পাঞ্জাবের কাছে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ হেরে গেলে প্লে অফের দৌড় থেকেও ছিটকে যেতে হবে শিখর ধবনের দলকে। 



আজকের ম্যাচ


আজ আইপিএলে পাঞ্জাব কিংস বনাম দিল্লি একে অপরের মুখোমুখি হবে।


কােথায় হবে খেলা?



আজকের খেলাটি হবে ধরমশালায়


কখন দেখবেন খেলা?


আজকের খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন খেলা?


স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে আজকের পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি দেখা যাবে।


অনলাইনে দেখা যাবে খেলা?


অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।


আবেগঘন গাওস্কর


নাইটদের বিরুদ্ধে ম্যাচে সিএসকে পরাজিত হলেও চিপকে দর্শকরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল। তাঁর কারণ অবশ্য়ই মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ম্যাচের শেষে ধোনিসহ গোটা সিএসকে দলকে ল্যাপ অফ অনার নিতে দেখা যায়। সেই সময়ই সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ধোনিকে তাঁর শার্টে সই করার অনুরোধ করেন এবং ধোনি সেই অনুরোধ রাখেনও বটে।


এবার সেই অটোগ্রাফ দেওয়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাওস্কর। তিনি বলেন, 'আমি যখন জানতে পারি সিএসকে এবং এমএস ধোনি মাঠে ল্যাপ অফ অনার নেবে, তখন আর আমি সুযোগ হাতছাড়া করিনি। সেই কারণেই আমি ধোনির অটোগ্রাফ নিতে ওর দিকে ছুটে যায়। এটা চিপকে ওর শেষ ম্যাচ। সিএসকে প্লে-অফে কোয়ালিফাই করলে অবশ্য এই মাঠে আবারও ওকে খেলতে দেখা যেতে পারে। তবে আমি সুযোগ হাতছাড়া করতে চাইনি। ভাগ্যবশত ক্যামেরা ইউনিটের একজনের কাছে মার্কার পেন ছিল। তাই ধোনির পাশাপাশি মার্কার পেনটা যার, তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই।'


ভারতীয় কিংবদন্তি কোনও রাখঢাক না করেই জানান যে ধোনির অটোগ্রাফ পেয়ে তিনি খানিকটা আবেগঘনই হয়ে পড়েন। 'আমি ধোনির কাছে গিয়ে ওকে আমার শার্টে অটোগ্রাফ দেওয়ার জন্য বলি। আমার কথা রেখেছে ও। সত্যি বলতে ওটা আমার জন্য ভীষণই আবেগঘন মুহূর্ত ছিল। কারণ এই মানুষটা ভারতীয় দলের জন্য অনেক কিছু করেছে। কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় এবং ধোনির ছক্কা মেরে বিশ্বকাপ জেতানোটা আমি মৃত্যুর আগের মুহূর্তেও দেখতে চাইব।' বলেন গাওস্কর।