কলকাতা: বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা ও তাঁর স্বামী জিন গুডএনাফের কোল আলো করে এসেছে যমজ সন্তান। অন্যদিকে একের পর এক নতুন ছবির ঘোষণা করছেন সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কপূর। আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিন। অভিনেতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল অপর বার্থডে গার্ল অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও। এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের আজকের সেরা খবরগুলি।


১. গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়র' সম্মানে ভূষিত হবেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী ও সিবিএফসি চেয়ার পার্সন প্রসূন যোশী।


২. বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ৪১ বছর পূর্ণ করলেন বাঙালির প্রিয় 'ব্যোমকেশ'। সোশ্যাল মিডিয়া ভরল শুভেচ্ছাবার্তায়। খুদে ইউভানের সঙ্গে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন পরিচালক রাজ চক্রবর্তীও। 


আরও পড়ুন: Shahid Kapoor New Film: প্যারাট্রুপারের ভূমিকায় শাহিদ কপূর, ২০২৩ সালে মুক্তি পাবে 'বুল'


৩. জনপ্রিয় থিয়েটার ও বাংলা সিনেমার অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়েরও আজ জন্মদিন। ২৪ বছর পূরণ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অপর অভিনেতা ও বন্ধু ঋদ্ধি সেন ও ঋতব্রত মুখোপাধ্যায়। 


৪. গোয়ায় বিয়ে সারলেন বঙ্গ তনয়া পূজা বন্দ্যোপাধ্যায়। বাঙালি মতে গায়ে হলুদ থেকে সিঁদুর দান সবই করেন। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিয়ের পরে নববধূ সাজের ছবি। স্বামী কুণাল বর্মার সঙ্গে ফটোশ্যুটের ছবিতে শুভেচ্ছা অনুরাগীদের।


৫. যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা । সারোগেসি পদ্ধতিতে পুত্র এবং কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান অভিনেত্রী। প্রীতি জিন্টা এবং জিন গুডএনাফের কোল আলো করে এসেছে এক পুত্র এবং কন্যা। সন্তানদের নাম রাখলেন জয় জিন্টা গুডএনাফ এবং জিয়া জিন্টা গুডএনাফ। 


৬. মুক্তি পেল অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর নতুন ছবি 'যোদ্ধা'-র প্রথম লুক পোস্টার। ধর্ম প্রোডাকশনের 'অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'-র প্রথম ছবি এটি। প্রযোজক কর্ণ জোহর জানিয়েছেন কিছুদিনের মধ্যেই ঘোষিত হবে ছবির নায়িকার নাম।


৭. পরিচালক লভ রঞ্জন নিয়ে আসছেন নতুন ছবি। মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরকে। এখনও ছবির নাম যদিও ঘোষণা হয়নি। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে।