কলকাতা: বাবা-মা দুজনেই যুক্ত অভিনয় জগতের সঙ্গে। তবু পরিবারকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন টলিউডের প্রথম সারির অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বিভিন্ন ফিল্মি পার্টিতে অবশ্য আবিরের পাশেই থাকেন স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। তিনি অবশ্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। তবে একমাত্র কন্যা ময়ূরাক্ষীকে সচরাচর প্রকাশ্যে আনেন না আবির বা নন্দিনী কেউই। পায়ে পায়ে বয়স বেড়েছে ময়ূরাক্ষীর। এখন যে সদ্য প্রায় কিশোরী। তবুও বাবা-মায়ের সঙ্গে কোনও ক্যামেরার সামনে আসেন না তিনি। এই প্রথম, দোলের দিন পরিবারের সঙ্গে দোলখেলার ছবি শেয়ার করতে গিয়ে কন্যার ছবি শেয়ার করে নিলেন আবির-পত্নী নন্দিনী।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নন্দিনী। যেখানে টলিউডের অন্যান্যরা মেতেছেন পুল পার্টি অথবা নাচে-গানে, তখন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন আবির। বাড়িতেই, এক্কেবারে নিজের মতো করে। আবির কখনোই তেমন টেক স্যাভি নন, আর তাই তাঁর প্রোফাইলে শর্টস বা রিলসের ভিড়ও নেই। ছবির প্রচার বা বিজ্ঞাপনী সংক্রান্ত পোস্টই মূলত পাওয়া যায় আবিরের প্রোফাইলে। অন্যদিকে স্ত্রী নন্দিনীর প্রোফাইলের অধিকাংশ ছবিই তাঁর একার অথবা আবিরের সঙ্গে। কন্যাকে লাইমলাইট থেকে আড়ালেই রাখেন তাঁরা।
তবে এই পন্থাই এখন অবলম্বন করেন বলিউড থেকে শুরু করে টলিউডের অনেক বাবা-মা। তারকাদ্যুতি যেন সন্তানের শৈশবে আঁচ না ফেলে, সেই কারণেই সম্ভবত এই পন্থা। বলিউডের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে টলিউডে নুসরত জাহান - যশ দাশগুপ্ত বা শুভশ্রী গঙ্গোপাধ্যায় - রাজ চক্রবর্তী সন্তানদের অনেক সময়েই আড়ালে রাখেন তাঁরা। আবির চট্টোপাধ্যায়ের কন্যাকে নিয়ে তেমন চাপা উত্তেজনা ছিলই। এর আগে একবার ময়ূরাক্ষীর জন্মদিনে প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি। আর এবার, মা নন্দিনী নিজেই ছবি শেয়ার করে নিলেন মেয়ের। সন্তানের ছবি প্রকাশের জন্য রঙের উৎসবের চেয়ে ভাল দিন আর কিই বা হতে পারে। ছবিতে স্পষ্ট, রঙের উৎসবে বাবা-মায়ের সঙ্গে মেতেছে ময়ূরাক্ষীও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।