কলকাতা: অনেকদিন ধরেই নাকি তাঁর শখ ছিল.. গোঁফ রাখবেন। ঠিক কেমন লাগে দেখতে, কতটা পরিবর্তন নয় চেহারার.. দেখার ইচ্ছা ছিল। সেই সুযোগই এনে দিল পঙ্কজ সিংহের চরিত্রটি। কেন্দ্রীয় পুলিশের সেই চরিত্রের সঙ্গে দিব্যি খাপ খেয়ে গেল সেই গোঁফ। কিন্তু শ্যুটিংয়ে যেমন ভাল লাগল দেখতে, পরে সমস্যায় ফেলেছিল সেই লুকই! সেটা কী? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্প শোনালেন পর্দার পঙ্গজ ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। 


শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি রক্তবীজ (Roktobeej)-এ কেন্দ্রীয় পুলিশ পঙ্কজ সিংহের চরিত্রে দেখা যাবে আবিরকে। কেমন ছিল এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা? আবির বলছেন, 'আমি যখন অবরোধ সিজন ২ করেছিলাম, তখনও একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলাম। সেই চরিত্রটাও ছিল বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। অবরোধ ২-তে আমি যাঁর চরিত্রে অভিনয় করেছিলাম, তাঁর সঙ্গে দেখা আলাপ করেছিলাম। কাজের পদ্ধতি জেনেছিলাম, সেই হোমওয়ার্ক এই ছবিতে কাজে এসেছে। আমার মাথায় আরও একটা বিষয় ছিল.. সেটা হল এই মানুষগুলো চিরকাল পর্দার আড়ালে থেকেই কাজ করে যাবেন। যে মানুষগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের নিরাপত্তার দায়িত্ব সামলান, পঙ্কজ সিংহের চরিত্র যদি সাধারণ মানুষের মনে তাঁদের জন্য এতটুকুও সম্মান অর্জন করতে পারে, সেটাই প্রাপ্তির।'


এই ছবিতে আবিরের গোঁফটি কিন্তু তাঁর নিজের! সেই নিয়েও একটা মজার গল্প শোনালেন অভিনেতা। আবির বলছেন, 'আমার অনেকদিন থেকেই ইচ্ছে ছিল গোঁফ রাখব। এই ছবিতে দেখলাাম পঙ্কজের চরিত্রটার সঙ্গে গোঁফটা ভাল যাচ্ছে। সেই সময় আমার অন্য কোনও কাজ ছিল না তাই এই লুক পরিবর্তনের সময়টা পেয়েছিলাম। গোঁফটা রেখে দেখলাম দিব্যি মানিয়ে যাচ্ছে, সবাই বললেন ভাল ও লাগছে। তবে সমস্যা হয়েছিল পরে। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে এডিট টেবিলে গিয়ে দেখা যায় একটা দৃশ্যের শ্যুটিং বাকি থেকে গিয়েছে। সবাই বেশ চাপে পড়ে গিয়েছিল যে ২ দিনে গোঁফ গজাবে কী করে! শেষমেষ মেক আপ-এরই সাহায্য নিতে হয়েছিল। ভাগ্য ভাল.. পর্দায় তা বোঝা যায়নি।' কথা শেষ করে হেসে ফেললেন আবির। 


আরও পড়ুন: Mimi Chakraborty on Durga Puja: স্বাস্থ্য সচেতন মিমির পুজোর প্রিয় খাবার লুচি-তরকারি আর রসগোল্লার রস!