কলকাতা: মুক্তির অপেক্ষায় থ্রিলার সিরিজ 'শব চরিত্র' (Shob Choritro)। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম মোশন পোস্টার। সেখানে বেশ অন্য লুকে দেখা গেছে অভিনেতাকে। অন্যদিকে বড়পর্দায় আসতে চলেছে 'দ্য একেন' (The Eken)। গত ২৮ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হয়েছে দার্জিলিংয়ে। আর বাঙালি সিনেপ্রেমীদের কাছে একেন বাবু হিসেবেও তাঁর মুখই পরিচিত। তিনি অর্থাৎ অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। আপাতত তিনি একাধিক কাজ নিয়ে বেশ ব্যস্তই রয়েছেন। তবে নিজের সমস্ত কাজের নিয়মিত আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে তিনি ভোলেন না।


'শব চরিত্র' ওয়েব সিরিজের কথা বলতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করে এবিপি লাইভ (ABP Live)। যদি অভিনেতার কাজের তালিকা দেখা যায় তাহলে বোঝা যাবে বেশিরভাগ সিরিজ বা সিনেমা যেখানে তিনি কাজ করেছেন সবই থ্রিলার ধর্মী বা রহস্য রোমাঞ্চ ঘরানার। এই ধরণের গল্পের প্রতি কি বেশি আকৃষ্ট হন অভিনেতা? না কি পরিচালকরা তাঁকে রহস্য রোমাঞ্চ ঘরানার কাজেই কাস্ট করতে চান? প্রশ্ন শুনে খানিক হেসে অনির্বাণের উত্তর, 'দেখুন, আমার কাছে যে ধরণের অফার আসে, তার মধ্যে আমার যেগুলো পছন্দ হয় আমি সেগুলোতেই কাজ করি। এর মধ্যে কাকতালীয়ভাবেই যে ধরণের কাজে আমাকে বেশি দেখা গেছে বা যেগুলো মুক্তি পেয়েছে সেগুলো থ্রিলার ঘরানার।'


অভিনেতা আরও বলেন, 'আসলে এখন যদি আমরা ওটিটি দেখি, তাহলে বোঝা যাবে সেখানে বেশিরভাগই থ্রিলার নিয়ে কাজ হচ্ছে। মানে যদি ক্রাইম থ্রিলার নাও হয়, তাহলে অন্যান্য ধরণের থ্রিলার। ফলে আমাদের সকলের কাছেই যে কাজের অফার আসে তার মধ্যে ৮০ শতাংশই থ্রিলার বা থ্রিলার ঘেঁষা কোনও কাজ হয়। ফলে সেটা তো একেবারে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু আমি প্রচুর অন্য ধরণের কাজও করেছি। সেগুলো শেষ হয়ে রয়েছে। এবার সেগুলোর মুক্তি হওয়া না হওয়া তো আমার হাতে নেই... তাছাড়া এখন ছবি মুক্তি পাওয়া তো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই কোভিড পরিস্থিতি, তার ওপর প্রেক্ষাগৃহে কম দর্শক ঢুকতে পারা, মানুষ যাবেন কিনা আদৌ ইত্যাদি ভেবে সেগুলির মুক্তি আটকে আছে। তবে আশা করছি খুব শীঘ্রই থ্রিলার নয়, এমন অন্যান্য নানা ধরণের কাজে আমাকে দর্শক দেখতে পাবেন।'


আরও পড়ুন: Anirban Chakrabarti Exclusive: দার্জিলিংয়ের কনকনে শীতে সন্ধে হলেই রাস্তাঘাট শুনশান, তার মধ্যেই চলছে 'দ্য একেন' -এর শ্যুটিং


খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাচ্ছে 'শব চরিত্র'। চলতি বছরেই বড়পর্দায় আসছে 'দ্য একেন'।