কলকাতা: সদ্য গোয়েন্দার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। নতুন গোয়েন্দা চরিত্র 'গোরা'-র হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি। তবে প্রিয় গোয়েন্দার কথা বলে আদ্যোপান্ত বাঙালি এই অভিনেতা চট করে জবাব দেন, 'ব্যোমকেশ'। পরক্ষণেই একটু ভেবে বলেন, 'তবে হ্যাঁ, একটা আলাদা ভালোবাসা আছে ফেলুদার ওপর। ছোটবেলায় সবাই আমরা প্রথম গোয়েন্দা গল্প হিসেবে ফেলুদাই পড়েছি। তাই ওটা একটা নস্ট্যালজিয়া।' ফেলুদা আর নস্ট্যালজিয়ার সঙ্গে মিলেমিশে আছেন যিনি, আর তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কিংবদন্তি অভিনেতার জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তেদের এবিপি লাইভের সঙ্গে ফিরে দেখলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।


ঋত্বিককে স্নেহ করতেন সৌমিত্র। অভিনেতা বলছেন, 'ওইরকম বড় মাপের একজন মানুষের সঙ্গে প্রত্যেকটা সাক্ষাৎ-ই অমলিন হয়ে থাকে। আমরা জীবনে ৩-৪টে কাজ একসঙ্গে করতে পেরেছি। ওনার সঙ্গে সেই কাজগুলি করা আমার সৌভাগ্য। এছাড়া কাজের বাইরে কয়েকবার দেখা হয়েছে আমাদের। উনি আমায় খুব স্নেহ করতেন। সেটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। কখনও আমার ছবি দেখেও বলেছেন, 'এই ছবিটা দেখলাম ঋত্বিক, খুব ভালো লাগল।' আমরা তো এইসব মানুষদের দেখেই বড় হয়েছি। তাঁরা যদি নিজে বলেন কোনও কাজ ভালো লেগেছে, আমি বুঝতে পারি না তার প্রতিক্রিয়া কী হওয়া উচিত। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাজ ভালো বলছেন, তাতে আমার গর্বিত হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত, নাকি একটু লজ্জা পাওয়া উচিত সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু সেই কথাগুলো সব মনে আছে।'


আরও পড়ুন: 'এটা মাস্টারের নয়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের কান্না', সৌমিত্রকে জড়িয়ে ধরে বলেছিলেন অভিনেতা


কেবল অভিনয় নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখনীতেও মুগ্ধ ঋত্বিক। এবিপি লাইভকে অভিনেতা বলছেন, 'সৌমিত্রবাবু তো কেবলমাত্র একজন অভিনেতা নন, উনি বাঙালি মননের একটা প্রতিবিম্ব। পৃথিবীতে বোধহয় এমন আর কোনও অভিনেতা নেই যাঁর গদ্যসমগ্র, নাটকসমগ্র, কবিতাসমগ্র রয়েছে। উনি সবরকম গুণের আধার। মনে হয়, এমন একজন মানুষের সান্নিধ্য যে জীবনে পেয়েছি এটাই বিরাট বড় ব্যাপার।'