কলকাতা: সাদা শাড়ি লাল পাড়, লম্বা চুলে আলগা করে বাঁধা খোঁপা। বাংলা ওয়েব প্ল্যাটফর্মে নতুন 'বৌদি' হয়ে পা রাখছেন তিনি। ট্রেলারে ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় চর্চাও হয়েছে যথেষ্ট। ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার করা ছবিতে ব্যক্তিগত আক্রমণ থেকেও ছাড় পাননি অভিনেত্রী। তবে সেসবে কান দিতে নারাজ 'মৌচাক'-এর নায়িকা। আত্মবিশ্বাসী গলায় বললেন, 'মৌ-এর চরিত্রে দর্শক যে মনামী ঘোষকে দেখবে, সে সম্পূর্ণ অচেনা।'


'দুপুর ঠাকুরপো' সিরিজের ধাঁচ থাকলেও মৌচাকের গল্প নাকি একেবারেই আলাদা। মনামী বলছেন, 'মৌ-এর চরিত্রে অভিনয় আমার কেরিয়ারে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে। এটা আমার করা প্রথম ওয়েব সিরিজ। শুধু তাই নয়, এতদিন যে যে চরিত্রে অভিনয় করেছি সেগুলোর থেকে অনেকটাই সাহসী চরিত্র মৌ। একলাফে অনেকটা খোলামেলা চরিত্রে অভিনয় করলাম। তবে মৌয়ের চরিত্রে বৌদিসুলভ ন্যাকামি নেই। বরং বর একটা চড় মারতে গেলে তার হাত চেপে ধরে চারটে কথা শুনিয়ে দেয়। আর মৌ যদি ন্যাকামি করে তার পিছনে নিশ্চয়ই কোনও অভিসন্ধি থাকে।'


সোশ্যাল মিডিয়ায় ট্রেলার ও ছবি নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল মনামীকে। তাঁর পোস্টে করা হয়েছিল অশ্লীল মন্তব্যও। মুক্তির আগেই এত কুমন্তব্যে খারাপ লেগেছিল? মনামী বলছেন, 'সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম সবার সামনে এনে দিয়েছে, সেখানে যাকে যা খুশি বলা যায়। কেবল মেয়ে নয়, ছেলেদের সম্পর্কেও যথেচ্ছ খারাপ মন্তব্য করা হয়। সেটা অভিনেতা-অভিনেত্রী হোক, বা রাজনীতিবিদ অথবা খেলার মাঠের কেউ। একটু খ্যাতি অর্জন করলে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করতে সত্যিই কোনও ঘটনার প্রয়োজন হয় কি? কিছুদিন আগে মহেন্দ্র সিং ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। যাঁরা খারাপ মন্তব্য করেন, তাদের সত্যিই কারণের দরকার হয় না। আমি মেনে নিয়েছি ১০০টা মন্তব্য আসলে তার মধ্যে ৫টা মন্তব্য খারাপ হবেই। সেগুলোকে মন থেকে ডিলিট করে দিই। কেবল ভালোটাকে নিয়েই এগিয়ে যেতে চাই। তবে অভিনয় নিয়ে কোনও গঠনমূলক সমালোচনা হলে সেটার গুরুত্ব দিই অবশ্যই।'


ওয়েব প্ল্যাটফর্মে আগামী দিনে কাজ করার কী কী পরিকল্পনা রয়েছে? মনামী বলছেন, 'আমার কাছে কাজ হঠাৎ করেই আসে। মৌয়ের চরিত্রটাও তেমন করেই এসেছিল। নিজেকে তৈরি করারও সময় পাইনি। কেবল চিত্রনাট্য পড়ে মৌয়ের কথা বলা, চলা ফেরার একটা ছবি এঁকে নিয়েছিলাম মনের মধ্যে। সেই মতোই অভিনয় করেছি। এবার দর্শকদের কেমন লাগবে সেটারই অপেক্ষায়। নতুন নতুন চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে অবশ্যই। ওয়েব সিরিজের সঙ্গে সঙ্গে সিনেমাতেও কাজ করব। আপাতত করোনা পরিস্থিতির জন্য ছবির কাজ আটকে আছে। আর ওয়েব প্ল্যাটফর্মটা আস্তে আস্তে রুপোলি পর্দার মত গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে। বলিউডের কত বড় বড় ছবিও তো ওটিটিতে মুক্তি পাচ্ছে। আমার মনের মত চরিত্র পেলে সমস্ত প্ল্যাটফর্মেই কাজ করতে রাজি।'


মৌচাকের মৌয়ের সঙ্গে ব্যক্তি মনামীর মিল খুঁজে পাওয়া যায়? একটু ভেবে নিয়ে অভিনেত্রী বললেন, 'মনামী শ্যুটিং ফ্লোরে বা নাচের সময় মৌয়ের মতই ছটফটে, প্রাণবন্ত। সবসময় ছুটে বেড়ায়। কিন্তু মৌ প্রচন্ড মিথ্যে কথা বলে, ন্যাকামির অভিনয় করে কাজ আদায় করে, আর প্রচন্ড কাটখোট্টা, রোখাচোখা, প্রতিবাদী। মনামী ঠিক তেমন না।'