কলকাতা: বর্তমানে জারি থাকা কার্যত লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামিকাল মঙ্গলবার। তার আগে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্বে রাজ্যে করোনার বিধি-নিষেধ কিছুটা শিথিল করলেও ৩০ জুন পর্যন্ত বহাল থাকছে নিষেধাজ্ঞা।
আজ সোমবারই এনিয়ে নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। যা কার্যকর হবে ১৬ জুন অর্থাৎ, বুধবার থেকে। আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় বেরনো যাবে না। বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাও। তবে, ট্রেন-বাস-নেট্রো বন্ধ থাকলেও, ৩০ জুন সন্ধে ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করল সরকার।
নতুন নির্দেশিকায় কোথায় কোথায় ছাড় দেখে নিন..
- ২৫% কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে।
- সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা।
- সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকান।
- অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
- বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত, রেস্তোরাঁ, বার ও হোটেল খোলার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন।
- এ ছাড়া সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত শপিং মল খোলা থাকবে। তবে একসঙ্গে ৩০%-র বেশি ক্রেতা মলে থাকতে পারবেন না।
- সিনেমা-সিরিয়ালের কথা মাথায় রেখে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৫০ জন অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে ছাড় দেওয়া হয়েছে।
- ছাড় মিলেছে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলাধুলোর।
উল্লেখ্য, রাজ্যে করোনায় সংক্রমণ ফের চার হাজারের নিচে। রাজ্যে ফের কমল সংক্রমণ ও মৃত্যু। সোমবার রাজ্যসরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫১৯ জন। মৃত ৭৮ জন। পাশাপাশি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭১ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৮৪ জন, মৃত ১৭ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৭৩ জন, মৃত ১১ জন।