মুম্বই: 'একটা মুহূর্তের জন্যও আমি বিশ্বাস করি না যে তুমি এখানে নেই।' সুশান্ত সিংহ-এর মৃত্যু বার্ষিকীকে ইনস্টাগ্রামে এমনই আবেগঘন পোস্ট করলেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ঠিক এক বছর আগের ১৪ জুন না ফেরার দেশে চলে গিয়েছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কীভাবে মৃত্যু হয়েছিল এই তরতাজা এক প্রাণের? সেই উত্তর এখনও মেলেনি। এই মৃত্যুর তদন্তে নামে সিবিআই।

Continues below advertisement

দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে। ১৪ জুন ২০২০ অর্থাৎ ঠিক এক বছর আগের না ফেরার দেশে চলে গিয়েছিলেন তরতাজা বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। কীভাবে এই আকস্মিক মৃত্যু? সেই উত্তর আজও মেলেনি। তাঁর মৃত্যুর পর প্রকাশ্যে আসে মাদক তথ্য। মৃত্যুর তদন্তে নামে সিবিআই।  

অভিনেতার মৃত্যুর পর বলিউডে মাদকযোগে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারও করা হয়। চলতে থাকে দফায় দফায় জেরা। পাশাপাশি একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীকে এনসিবি-র জেরার মুখেও পড়তে হয়। তবে বছর ঘুরে আবারও বন্ধুর স্মৃতিচারণায় রিয়া। 

Continues below advertisement

এ দিন ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে একটা ছবি দিয়ে তিনি লিখেছেন, 'সবাই বলে সময় সব সারিয়ে দেয়, কিন্তু তুমিই আমার সময়, আমার সব কিছু। আমি জানি তুমি এখন আমার দেবদূত অভিভাবক, চাঁদে বসে টেলিসকোপ দিয়ে আমায় দেখছ এবং রক্ষা করছ।'

শেষ নয় এখানেই, রিয়া আরও লিখেছেন, 'আমি রোজ তোমার জন্য অপেক্ষা করি, ভাবি যে তুমি আসবে এবং আমায় নিয়ে যাবে। আমি সব জায়গায় তোমাকেই খুঁজি। এটা আমায় রোজ একটু করে ভাঙছে। তারপর আমি ভাবি তুমি বলছ- 'বেবু, তুমি এটা পেয়েছ। আর এভাবেই আমি পরের দিনটায় পৌঁছে যাই। যখনই আমি ভাবি যে তুমি নেই তখনই একটা বাধা আমার শরীরকে  আঘাত করে।'

রিয়ার পোস্ট বলছে বন্ধু সুশান্তকে হারিয়ে মর্মাহত রিয়া। পোস্টে তিনি আরও লিখেছেন, 'এটা লিখতে হৃদয়ে ব্যথা হচ্ছে। তুমি নেই এটা ভাবলেও কষ্ট হয়। তোমায় ছাড়া কোনও জীবনই হতে পারে না। তোমার মৃত্যুর সঙ্গে আমার জীবনের মানেটাও চলে গিয়েছে। এই শূন্যস্থান কখনও পূর্ণ হওয়ার নয়। তোমায় ছাড়া আমি থমকে গিয়েছি।  আমার সানসাইন, প্রমিশ করছি প্রতিদিন তোমায় মালপোয়া দেব, ফিজিক্সের বইগুলোয় পড়ব। প্লিজ আমার কাছে ফিরে এসো।'