কলকাতা: মুক্তির অপেক্ষায় পরিচালক অর্ণব মিদ্যার (Arnab Middya) নতুন ছবি 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি। ছবির কাজ প্রায় শেষের পথে। আর আজই প্রকাশ্যে এল ছবির প্রথম টিজার পোস্টার। প্রসঙ্গত আজ পরিচালকের জন্মদিনও। আর এই বিশেষ দিনেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এল। 


প্রকাশ্যে এল 'সেদিন কুয়াশা ছিল'র টিজার পোস্টার


আজ পরিচালক অর্ণব মিদ্যার জন্মদিন। এই প্রথমবার জন্মদিনেও ছবির শ্যুটিং করছেন তিনি। তার মাঝেই সময় বের করে ফোনে কথা বললেন এবিপি লাইভের সঙ্গে। পোস্টার সম্পর্কে পরিচালক বলেন, 'এই প্রথম জন্মদিনে শ্যুট করছি। এই প্রথম জন্মদিনেই আমার সিনেমার টিজার পোস্টার রিলিজ করছে। কোনও পূর্ব পরিকল্পনা ছিল না। এমনি হয়ে গেল। তাছাড়া এই শীতের মরসুমেই ছবি মুক্তি পাবে। শীত পড়ছে পড়ছে এই সময়েই আমার ছবির কুয়াশা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি।'


পোস্টারে দেখা যাচ্ছে শীতের কুয়াশা ঘেরা ভোর। হলুদ ট্যাক্সি। তারওপর একটা নারকেল নাড়ুর বয়্যাম আর একটা জবা ফুল। পরিচালকের কথায়, 'আসলে ছবিতে তিনটি গল্প রয়েছে তো। তিনটি গল্পে তিনটি মূল উপাদান আছে। অর্ণ মুখোপাধ্যায় ও সৌরসেনী মৈত্র অভিনীত গল্পের মূল উপাদান জবা ফুল। দ্বিতীয় গল্পে দেখা যাবে তিন বন্ধুকে। দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায় ও জয় সেনগুপ্তকে দেখা যাবে। তাঁদের গল্পের এলিমেন্ট ট্যাক্সি। আর তৃতীয় অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও জিতু কামালের গল্পের মূল উপাদান নারকেল নাড়ু। প্রত্যেক গল্পের শেষে প্রত্যেকটি উপাদানের গুরুত্ব ফুটে উঠবে। এই তিনটি উপাদানই মূলত পুরো ছবিটিকে রিপ্রেজেন্ট করে। তাই প্রথম টিজার পোস্টারে এই তিনটি উপাদানকেই তুলে ধরার চেষ্টা করেছি।' কবে মুক্তি পাবে ছবি? পরিচালক বলেন, 'শীতের মরসুমেই মুক্তি পাবে। হয়তো মাস দুয়েকের মধ্যেই।'




'সেদিন কুয়াশা ছিল' ছবির টিজার পোস্টার


আরও পড়ুন: Shah Rukh Khan: আগামী ছবিগুলি কেমন চলবে? বিস্ফোরক দাবি শাহরুখ খানের


অন্যদিকে,  'অন্দরকাহিনী' (Andarkahini) ছবির পর আবারও ফিচার ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অর্ণব মিদ্যা। ছবির নাম, 'সেদিন কুয়াশা ছিল'। পরিচালকের প্রথম ছবিতে একজন নারীই দাপিয়ে বেরিয়েছিলেন চারটি গল্পে। তবে এবারের ছবিতে অর্ণবের হাতে রয়েছে অভিনেতা-অভিনেত্রীর লম্বা এবং নজরকাড়া তালিকা। স্যান্ড আর্ক মিডিয়া প্রোডাকশনের (Sand Arc Media Production) সায়ন্তন ঘোষাল, সুপ্রিয় সামন্ত ও বৈশালী প্রসাদের প্রযোজনায় শেষ হয়েছে ছবির শ্যুটিংও। চলছে কিছু প্যাচওয়ার্ক ও শেষ মুহূর্তের কাজ।