কলকাতা:  জট কাটিয়ে সদ্য় শেষ হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। বড়পর্দায় মুক্তির অপেক্ষায় কাকাবাবু সিরিজের নতুন ছবি। আর 'সন্তু'? সদ্য শর্টফিল্মের শ্যুটিং শেষ করেছে সে। আর করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই মুম্বই উড়ে যাওয়ার কথা। শেষ করতে হবে অজয় দেবগনের সঙ্গে শ্যুটিং-এর কাজ। এক কাজ একসঙ্গে! 'একজন অভিনেতা যতগুলো মাধ্যমে কাজ করার সুযোগ পাবে, তত দক্ষতা বাড়বে। আমি মঞ্চ, ধারাবাহিক, শর্টফিল্ম, সিনেমা সবেতেই কাজ করতে চাই। শুধু নায়ক নয়, অভিনেতা হতে এসেছি।' হাসতে হাসতে বললেন আরিয়ান ভৌমিক।


কেরিয়ারের শুরু হয়েছিল 'চলো পাল্টাই' ছবিতে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে। গৌরবের ভূমিকায় আরিয়ানের অভিনয় মন কেড়েছিল দর্শকদের। সেই শুরু। এরপর একাধিক ছবিতে ছোট-বড় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাকাবাবু সিরিজের সন্তুও তিনিই।ইন্ডাস্ট্রিতে আদর্শ কে? আরিয়ান বলছেন, 'অবশ্যই বুম্বা আঙ্কেল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওঁর সঙ্গে অনেকগুলো কাজ করেছি। কেবল পর্দায় অভিনয় নয়, অফ ক্যামেরায় বুম্বা আঙ্কেল একজন খুব ভালো মানুষ। ওনার নিয়মানুবর্তিতা, অভিনয়ের ওপর ভালোবাসা আর নিষ্ঠাটা শেখার মত। শ্যুটিং সেটে দেখতাম, কতবার চিত্রনাট্য নিয়ে নিজের সংলাপ অভ্যাস করছেন। অত বড় অভিনেতা অথচ একেবারে মাটিতে পা রেখে চলেন। সবার সঙ্গে মিশে যেতে পারেন। অনেক ছোট থেকে একসঙ্গে কাজ করছি বলে আমায় খুব স্নেহ করেন। শ্যুটিং ফ্লোরে ওনার সঙ্গে থাকা মানে প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু শেখার থাকে।' আর সৃজিত? ' সৃজিত মুখোপাধ্যায় আমায় অন্যতম প্রিয় পরিচালকদের মধ্যে একজন। সদ্য 'রে' দেখেই সৃজিতদাকে ফোন করেছিলাম। 'ফরগেট মি নট' আমার সবচেয়ে ভালো লেগেছে। ছবিটা সবার দেখা উচিত। আমার ফোন পেয়ে খুশি হয়েছিলেন সৃজিতদা।' উচ্ছসিত আরিয়ান।


'কাকাবাবুর প্রত্য়াবর্তন' মুক্তি পেলে সন্তুর যাত্রা শেষ। আরিয়ান বলছেন, 'একটা সময় সন্তুর যাত্রা শেষ হতই। চরিত্রটা এমনই সেটার জন্য নির্দিষ্ট এখটা বয়স লাগে। তবে এখনও বিশ্বাস হয় না আমি কাকাবাবু সিরিজে কাজ করেছি এত বছর ধরে। সন্তু আমার কেরিয়ারে অনেক বড় একটা প্রাপ্তি। সবসময় মিস কর সন্তুকে।' তবে আপাতত নতুন ছবি, শর্টফিল্ম আর ধারাবাহিকের কাজেই ব্যস্ত আরিয়ান। 'তিতলি' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। বাকি রয়েছে 'ময়দান' ছবিতে অজয় দেবগনের সঙ্গে শ্যুটিংয়ের কিছু অংশও। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই কাজ শেষ করতে মুম্বই পাড়ি দেবেন আরিয়ান। সামনেই তাঁর অভিনীত শর্টফিল্ম 'সানগ্লাস' মুক্তি পাওয়ারও কথা রয়েছে।


ছবিতে সন্তুর ব্রেক আপ হয়েছে সদ্য। আর আরিয়ানের? অভিনেতা বলছেন, 'এত কাজের মধ্যে প্রেমের জন্য সময় বের করা হয় না। সুতরাং স্বপ্নের নারী নেই। আমার প্রেম এখন অভিনয়ই। তাই স্বপ্নের চরিত্র রয়েছে। কখনও সুযোগ পেলে অ্যাডলফ হিটলারের ভূমিকায় অভিনয় করতে চাই।'