কলকাতা: জনপ্রিয়তা এনে দিয়েছিল ছোটপর্দাই। দর্শকের কাছে প্রথম পরিচিত হয়েছিলেন 'মৌরি' নামে। ধারাবাহিক পেরিয়ে পায়ে পায়ে রুপোলি পর্দায় প্রবেশ করছেন, মনও জিতেছেন। করোনা পরিস্থিতিতে বন্ধ রুপোলি পর্দার বিনোদন। আর তাই, ছোটপর্দায় ফিরছে মানালি-ম্যাজিক। স্টার জলসায় নতুন ধারাবাহিক 'ধুলোকণা'-তে ইন্দ্রাশিস রায়ের সঙ্গে জুটি বাঁধছেন মানালি দে। 


শেষ ধারাবাহিকে অভিনয় করেছিলেন ২০১৮ সালে। রুপোলি পর্দা ছেড়ে ফের ছোটপর্দায় কাজ করতে আগ্রহী কী 'ফুলঝুরি'-র চরিত্রের টানে? মানালি বলছেন, 'আমি বড়পর্দা ছাড়িনি। তবে আমার জনপ্রিয়তার শুরু ছোটপর্দা থেকেই। ধারাবাহিকে কাজ করতে করতেই বড়পর্দায় সুযোগ পেয়েছিলাম। তারপর তো অনেকগুলো কাজই করে ফেললাম। আমি কখনও বড়পর্দা, ছোটপর্দা এইরকম ভাগ করিনি। আমার কাছে অভিনয়টাই আসল। যেখানেই আকর্ষণীয় চরিত্র পাব, কাজ করব। ভালো কাজ করতে চাই কেবল। তবে হ্যাঁ, ছোটপর্দায় বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।'


ফুলঝুরির চরিত্রটার জন্য আলাদা করে হোমওয়ার্ক করতে হয়েছিল? মানালি হাসতে হাসতে বললেন, 'এই চরিত্রে আমায় একটা অন্য রকম ভাষা বলতে হবে। সেটা একটু একটু শিখতে হয়েছে। সেটে সুদীপদা আর শৈবালদা ভীষণ সাহায্য করছে। আর লীনাদি (লীনা গঙ্গোপাধ্যায়) এত সুন্দর করে চরিত্রটা লিখেছেন, সেটা এমনই দর্শকদের মন কাড়বে। যখন প্রথম গল্পটা শুনি, মনে হয়েছিল ধারাবাহিকটা যেন সমাজের সব স্তরের গল্পটা সহজভাবে বলবে। বেশ আকর্ষণীয় লেগেছিল। আর লীনাদি, শৈবালদার সঙ্গে আগেও কাজ করেছি। না বলার কোনও প্রশ্নই ছিল না। আর করোনা পরিস্থিতিতে বড়পর্দা বন্ধ, ছোটপর্দায় এমন একটা চরিত্রে অভিনয়ের লোভ সামলাতে পারলাম না।'


একটা নতুন জুটি পাচ্ছে ছোটপর্দা। বিশেষত্ব এটাই, দুজনেই রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রী। মানালি বলছেন, 'ইন্দ্রাশীসের সঙ্গে আমার অনেকদিনের বন্ধুত্ব। তবে অভিনয় করার সুযোগ আসেনি। ধুলোকণা সেই সুযোগটা করে দিল। দুই বন্ধু পর্দায় একসঙ্গে অভিনয় করবে.. ব্যাপারটা কিন্তু আমাদের আর দর্শকদের পক্ষেও বেশ ভালো।' ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। সেই অভিজ্ঞতা কেমন হচ্ছে? 'শ্যুটিং এর চাপ তো রয়েছেই। আমাদের সমস্ত আসল জায়গায় শ্যুটিং হচ্ছে, আর তাই অনেকটা দূরে যেতে হচ্ছে। খুব সকালে কল টাইম থাকছে, অনেকটা রাতে ফিরছি। ঘুম কম হচ্ছে। তবে এর মধ্যে মজাও করছি বেশ। গোটা টিমটা ভীষণ ভালো,' দাবি মানালির।


সদ্য সংসার শুরু করেছেন মানালি। ছোটপর্দার শ্যুটিং আর সংসার কী করে সামলাচ্ছেন? 'ভাগ্যিস শ্বাশুড়ি মা আছেন!' হাসতে হাসতে বললেন মানালি। তারপর যোগ করলেন, 'আমায় এখনও কিছুই সামলাতে হয় না। সবটা মা সামলে দেন। আমি কেবল মন দিয়ে অভিনয়টাই করছি।  এখন শুধু ধুলোকণাতেই মন দিয়েছি। তবে আগামীদিনে যে কোনও মিডিয়ামে ভালো চরিত্র পেলে অবশ্যই করব।'