কলকাতা: করোনা পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ছোটদের কথা ভেবে দেব প্রযোজিত নতুন ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী মুক্তি পাচ্ছে টেলিভিশনে।
প্রথমে ঠিক ছিল যে, এই সিনেমা হলে রিলিজ করা হবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল প্রযোজনা সংস্থার। কিন্তু দেশে করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। তার ওপর এই সিনেমার অন্যতম টার্গেট অডিয়েন্স হল কচিকাঁচারা। যাদের সংক্রমণের আশঙ্কা বেশি বলে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই।
এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সিনেমাটি মুক্তি পাচ্ছে স্টার নেটওয়ার্কে। স্টার জলসা মুভিজ-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরে এই সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত এই ছবি।
রূপকথার গল্প ফুটে উঠছে পর্দায়। বাংলার খুব বেশি রূপকথার গল্প থেকে সিনেমা নির্মিত হয়নি। রামোজি ফিল্ম সিটিতে লম্বা শ্যুটিং, রাজা সাজা, কেমন ছিল হবুচন্দ্রের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত বলেছিলেন, 'ছোটবেলায় আমাদের ঘুম পাড়ানোর জন্য ঠাকুমা-দিদিমারা এইসব গল্পগুলো বলতেন। যে স্বপ্নটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত, এই বড় বয়সে এসে সেটা পূরণ হল। হঠাৎ দেখলাম আমি বোম্বাগড়ের রাজা। জীবনে এই অভিজ্ঞতাটা মনে থাকার মত। ওই পোশাক পরে, সৈন্য নিয়ে যখন রথে করে রাস্তা দিয়ে যেতাম, সত্যিই মনে হত আমি রাজা। আর দেবের সঙ্গে এর আগেও কাজ করেছি। ও টিম ম্যান। দেব বাঙালি আর বাংলাকে ভালোবাসে বলেই এই ছবিটার প্রযোজনায় কোনও কার্পণ্য করেনি।'
লকডাউনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি শিশুরা। তাদের কথা ভেবেই পুজোয় এই উপহারের আয়োজন করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অভিনেতা থেকে শুরু করে প্রযোজক দেব স্বয়ং, এক সুরে সকলেই জানিয়েছেন যে, ছোট থেকে বড়, উৎসবের মরসুমে এই ছবিটা সবার জন্যই এক ঝলক তরতাজা হাওয়ার মত।