কলকাতা: মুক্তির অপেক্ষায় আনন্দ এল. রাই (Aanand L. Rai) পরিচালিত ও অক্ষয় কুমার (Akshay Kumar), ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত 'রক্ষা বন্ধন' (Raksha Bandhan)। পুরো দমে চলছে ছবির প্রচার। চার বোন, এক দাদার গল্প বলবে এই ছবি। ভাই ও বোনের সম্পর্ককে নতুন মাত্রা দিতে চলেছে এই ছবি। ছবিতে অক্ষয় কুমারের চার বোনের মধ্যে একজন সাদিয়া খাতিব (Sadia Khateeb)। সোমবার কলকাতায় ছবির প্রচারে আসার আগেই এবিপি লাইভকে দিলেন একান্ত সাক্ষাৎকার। জম্মু-কাশ্মীরের মেয়ে সাদিয়া, প্রথম ছবিতে অভিনয় করেন কাশ্মীরি পণ্ডিতের ভূমিকায়। যদিও এড়িয়ে গেলেন দেশজুড়ে সাড়া জাগানো কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত 'কাশ্মীর ফাইলস' ছবির প্রসঙ্গ।


প্রশ্ন: বলিউডে আপনি নতুন। এখনও পর্যন্ত সফর কেমন? 
সাদিয়া খাতিব: বলিউডে যাত্রা শুরু করি বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'শিকারা' ছবির হাত ধরে। সমালোচকরা বেশ প্রশংসা করেছিলেন সেই ছবির। বলিউড বেশ সাদরেই গ্রহণ করে আমাকে। তারপরই আনন্দ এল. রাইয়ের সঙ্গে কাজের সুযোগ আসে 'রক্ষা বন্ধন' ছবিতে। আমি সত্যিই খুব সম্মানিত ও নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার কেরিয়ারের একেবারে শুরুর দুই বছরেই এমন দুটি ছবিতে কাজের সুযোগ পেলাম। ফলে অবশ্যই বলতে পারি যে ইন্ডাস্ট্রি বেশ ভালভাবেই রেখেছে আমাকে। আমি আরও শিখতে চাই। ভবিষ্যতে আরও ভাল ভাল কাজের অপেক্ষায় রয়েছি।



প্রশ্ন: আপনার তথাকথিত 'বলিউড' ব্যাকগ্রাউন্ড নেই। কখনও এই ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে 'বহিরাগত' মনে হয়েছে? বলিউডে 'নেপোটিজম' প্রসঙ্গে কী বলবেন?
সাদিয়া: অবশ্যই আমি এখানে বাইরে থেকে এসেছি। কিন্তু বলিউডে আমার ২ বছরে দ্বিতীয় ছবি চলছে। দুটো ছবিই বড় বড় পরিচালকের সঙ্গে। অক্ষয় কুমারের সঙ্গে কাজ করলাম। আমি সত্যিই এখানে অভিযোগ করার মতো জায়গায় নেই। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। 


তবে অবশ্যই বলিউডে 'নেপোটিজম' আছে। স্বজনপোষণ আছে, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু সেটা তো বাকি সমস্ত কাজের ক্ষেত্রেই আছে। আমার তা নিয়ে কোনও সমস্যা নেই। আমি মনে করি যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, তাহলে আপনি সফল হবেনই, যেভাবেই হোক। কোনও নেপোটিজম, কোনও ব্যক্তিগত সম্পর্ক আপনাকে আটকাতে পারবে না। এবং আমি আশা করি যে আমার দ্বিতীয় ছবির পর মানুষ আমাকে আরও আপন করে নেবেন, আরও বেশি করে গ্রহণ করবেন এবং আমাকে আরও কাজ অফার করবেন (হাসি)। 


প্রশ্ন: অভিনয়-যাত্রা সবে শুরু হয়েছে। কিন্তু এমন কোনও একজন পরিচালক ও একজন অভিনেতা যাঁর সঙ্গে আপনি অবশ্যই কাজ করতে চান। 
সাদিয়া: আমি আসলে আমার সমস্ত পছন্দের পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। ইতিমধ্যেই আমার দু'জন পছন্দের পরিচালকের সঙ্গে কাজ করে ফেলেছি। এবার ইমতিয়াজ স্যর (ইমতিয়াজ আলি), সঞ্জয় স্যর (সঞ্জয় লীলা বনশালী)-এর সঙ্গে কাজ করতে চাই।


অভিনেতার কথা যদি বলতে হয়, আমি শাহরুখ স্যর, সলমান স্যর, রণবীর কপূর, রণবীর সিংহ, রাজকুমার রাও, যত ভাল ভাল অভিনেতা আছেন সকলের সঙ্গে কাজ করতে চাই। আমি তো সকলের সঙ্গে কাজ করতে রাজি আছি। আর অবশ্যই জনের (জন আব্রাহাম) সঙ্গেও কাজ করতে চাইব, কারণ আমার ওঁকে চিরকালই পছন্দ।


প্রশ্ন: আপনার 'স্বপ্নের চরিত্র' কী?
সাদিয়া: স্বপ্নের চরিত্র? (খানিক ভেবে) আমাকে ডায়নার চরিত্র কেউ দেবে? বা মধুবালা? সেটাই আমার ড্রিম রোল হবে। সেভাবে কখনও ভাবিনি। কিন্তু হ্যাঁ, আরও 'ক্যারেক্টার ওরিয়েন্টেড' রোল করতে চাইব।


আরও পড়ুন: Aparajita Adhya: বিয়ের ২৫ বছর পূর্তি, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে আবেগঘন অপরাজিতা আঢ্য


প্রশ্ন: আগে কখনও কলকাতায় এসেছেন? এই শহরের কোন জিনিসটা আপনার সবচেয়ে পছন্দের।
সাদিয়া: হ্যাঁ হ্যাঁ। আমি আগে একবার কলকাতা গিয়েছি। আমার প্রথম ছবির প্রচারেই গিয়েছিলাম। গোটা একদিন ছিলাম। ওখানকার খাবার ভীষণ ভাল লেগেছিল। আমার মনে আছে আমরা গোটা টিম ডিনারে গিয়েছিলাম, দুর্ধর্ষ বাঙালি খাবার খেয়েছিলাম। আবারও আসছি আমি, একইরকম অভিজ্ঞতা করতে।


প্রশ্ন: হাতে এখন কী কী কাজ রয়েছে?
সাদিয়া: সময়ের সঙ্গে সঙ্গে আমি অবশ্যই অবশ্যই সব জানাবো। এখন শুধু আমার জন্য প্রার্থনা করুন। আমার আগামী ছবি 'রক্ষা বন্ধন'-কে ভালবাসায় ভরিয়ে দিন।