কলকাতা: নিজের একটা বিলাসবহুল গাড়ি থাকবে, এমন স্বপ্ন কার না থাকে। কিন্তু ইচ্ছে থাকলেই তো আর হয় না, থাকতে হয় সামর্থ্য়ও। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য় কেউ কতদূর যেতে পারে, এই বিষয়কেই কেন্দ্র করে পরিচালক জিৎ চক্রবর্তী তৈরি করছেন ছবি গাড়ির যত্ন নিন। অন্যান্যদের মত বিশ্বনাথবাবুরও একমাত্র স্বপ্ন ছিল গাড়ি কেনার। স্বপ্ন পূরণের জন্য় সে বড়লোক বাবার মেয়েকে বিয়ে করে। উপহার স্বরূপ শ্বশুরের কাছ থেকে পায় ফ্ল্য়াট ও গাড়ি। কিন্তু সেই গাড়িটি হঠাৎ একদিন সেখানে চুরি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় ছবি গাড়ির যত্ন নিন ছবির গল্প।                                                                                         


আরও পড়ুন... লন্ডনে 'ভ্যানগগে মোড়া' দিন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া এহসান, শেয়ার করলেন ছবি-ভিডিও


ছবিতে নিজের নাম ভূমিকাতেই অভিনয় করছেন বিশ্বনাথ বসু।এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বুলবুলি পাঁজা, অশোক কুমার,রূপা ভট্টাচার্য,অরিত্র গাঙ্গুলী, আরিয়া এবং মুসকান সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা। এই ছবির সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। ছবির গল্প এবং ভাবনা আকাশ ভৌমিকের। গাড়ির যত্ন নিন-এর চিত্রনাট্য় লিখেছেন শিলাদিত্য।


আরও পড়ুন... Kapil Sharma's Biopic: এবার সেলুলয়েডে 'কপিল-কাহিনি', তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক


পরিচালক জিৎ চক্রবর্তী জানান, ইদানীং সময়ে মানুষের জীবনে স্ট্রেস ক্রমশ বাড়তেই থাকছে। তাই আনন্দের খুব দরকার। তিনি আত্মবিশ্বাসী, তাঁর কমেডি ঘরানার ছবি 'গাড়ির যত্ন নিন' মানুষকে নির্ভেজাল আনন্দ দেবে। পাশাপাশি ছবির নামকরণ নিয়ে পরিচালক বলেন, প্রত্য়ক মধ্য়বিত্ত মানুষের জীবনেই শখ থাকে একটি গাড়ি। তবে সেটিকে অর্জন করার পর তার খেয়াল রাখাটাও একই ভাবে গুরুত্বপূর্ণ।


এই ছবির মুখ্য় অভিনেতা বিশ্বকনাথ বসু জানান, এইধরনের একটা গল্পে কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত।