শাহরুখ ও অমিতাভ একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। ‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। সেই ছবি দেখেই হয়তো আবরামের মনে হয়েছে, অমিতাভ তার ঠাকুর্দা। আবরাম বিশ্বাস করে আমিই ওর ঠাকুর্দা, একসঙ্গে থাকি না বলে অবাক হয়ে যায়: অমিতাভ
Web Desk, ABP Ananda | 18 Nov 2018 02:53 PM (IST)
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: শাহরুখ খানের ছোট ছেলে আবরামের দৃঢ় বিশ্বাস, অমিতাভ বচ্চনই তার ঠাকুর্দা। তারা একসঙ্গে থাকে না বলে সে অবাক হয়ে যায়। এমনই জানিয়েছেন অমিতাভ। তিনি ইনস্টাগ্রামে আবরামের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শাহরুখের ছেলে ছোট্ট আবরাম মনে করে, বিশ্বাস করে এবং ওর বদ্ধমূল ধারণা, আমি ওর বাবার বাবা। শাহরুখের বাবা কেন তাঁর সঙ্গে থাকেন না, এটা ভেবে অবাক হয়ে যায় আবরাম।’