মুম্বই: বিগ বির নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে নিমন্ত্রিত ছিল বলিউডের সব ছোট্টখাট্টো সদস্য। তাদেরই মধ্যমণি ছিল আবরাম, শাহরুখ খানের ছোট ছেলে। নেমন্তন্ন খেতে গিয়ে সে যেভাবে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে ক্যান্ডিফ্লসের স্টলে গিয়ে দাঁড়ায়, তা ভাইরাল হয়ে গিয়েছে।
ছবিটি অমিতাভ নিজেই পোস্ট করেন টুইটারে। লেখেন, ক্যান্ডিফ্লস বা বুড়ির চুল দেখে আবরামের আনন্দ দেখবার মত ছিল।
[embed]https://twitter.com/SrBachchan/status/932307488313024513[/embed]
আর তার জবাবে শাহরুখ জানান একটি গোপন কথা। কভি খুশি কভি গম-এ বিগ বি এসআরকে-র বাবা হয়েছিলেন, আর ৪ বছরের আবরামেরও নাকি ধারণা, আসলেই অমিতাভ তার ঠাকুর্দা, শাহরুখের বাবা!
দেখুন শাহরুখের টুইট
[embed]https://twitter.com/iamsrk/status/932472582489567232[/embed]
এছাড়া জন্মদিনের একটি ভিডিও রিটুইট করেন অমিতাভ। তাতে দেখা যাচ্ছে, আবরামকে নিয়ে নাগরদোলায় চড়ছেন তার বাবা। রয়েছেন অভিষেক বচ্চনও।
[embed]https://twitter.com/iFaridoon/status/931928351396175872[/embed]
জানতেন? আবরাম ভাবে অমিতাভ নাকি শাহরুখের বাবা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Nov 2017 01:38 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -