দুর্ব্যবহার, অবজ্ঞা আমাদের বাঁচিয়ে রাখে, এগিয়ে দেয়: অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2016 12:20 PM (IST)
মুম্বই: দুর্ব্যবহার, অবজ্ঞা, ঘৃণা এগুলো আমাদের জীবনে অন্যতম অংশ। এগুলোই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এমনই মন্তব্য করলেন অমিতাভ বচ্চন। বিগ বি তাঁর ব্লগে লেখেন, তোমার কাজের জন্য কেউ আগ বাড়িয়ে এসে তোমার প্রশংসা করবে না। কেউ দরজায় এসে বেল বাজিয়ে বলবে না, খুব ভালো। বরং দুর্ব্যবহার, অবজ্ঞা, ঘৃণা এগুলোই জীবনের অংশ। এগুলোই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সমৃদ্ধ করে। বেঁচে থাকার প্রেরণা জোগায়। বচ্চন আরও বলেন, প্ররোচনা বা উস্কানি আমাদের একা দাঁড়ানোর শক্তি দেয়। জেতার মানসিকতা গড়ে তোলে। উতসাহ অনেক সময় আমাদের এগিয়ে নিয়ে যায়।